‍মুক্তিযুদ্ধের সময় ধর্ষণের শিকার নারী দাবিতে কলেরা আক্রান্ত নারীর ছবি প্রচার

গত ২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্যানেলের নারী প্রার্থীদের নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে এর নেতাকর্মীদের অশ্লীল মন্তব্যের প্রমাণ দিয়ে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত  ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। এসময় উক্ত জোটের জিএস প্রার্থী (ডাকসুর নবনির্বাচিত জিএস) ও ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ নারী প্রার্থীদের বিভিন্ন পোস্টে করা কমেন্টের স্ক্রিনশট তুলে ধরে অভিযোগ করেন, ছাত্রদলের নেতাকর্মীরা কুরুচিপূর্ণ কমেন্ট, অশ্লীল ছবি ও ভিডিও তৈরি করে নারী প্রার্থীদের হুমকি দিচ্ছে। এর প্রেক্ষিতে সম্প্রতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেন। পোস্টটিতে তিনি দুজন নারীর মরদেহের ছবি প্রচার করে দাবি করেন, ছবিতে দেখতে পাওয়া দুজনকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি মিলিটারি এবং আল-বদর বাহিনী ধর্ষণ করে হত্যা করেছে। এছাড়াও তিনি পোস্টটিতে বলেন এসকল ছবি ফরহাদ তার সংবাদ সম্মেলনে কখনও প্রকাশ করতে পারবেন না। 

মানসুরা আলমের ফেসবুক পেজে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মানসুরা আলমের করা পোস্টটিতে সংযুক্ত দ্বিতীয় ছবির নারী ধর্ষণের শিকার হয়ে মারা গেলেও প্রথম ছবির নারী মুক্তিযুদ্ধ চলাকালীন কলেরায় আক্রান্ত হয়ে মারা যান।

ছবি যাচাই ১ 

মানসুরা আলমের পোস্টে ব্যবহৃত প্রথম ছবিটির বিষয়ে অনুসন্ধানে অনলাইনভিত্তিক ছবি বিক্রয় প্ল্যাটফর্ম Artnet এর ওয়েবসাইটে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। তবে মানসুরা আলমের পোস্টে প্রচারিত ছবিটি কালার ইমেজ হলেও মূল ছবিটি সাদাকালো। ওয়েবসাইটে থাকা ছবির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ছবিটিতে দেখতে পাওয়া মৃত নারী কলেরায় আক্রান্ত হয়ে মারা যান। তবে তার মারা যাওয়ার ঘটনাটিও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন ঘটে। এছাড়াও উক্ত প্ল্যাটফর্ম থেকে জানা যায়, ছবিটি ডন ম্যাককালিন নামের একজন ফটোগ্রাফার ধারণ করেছেন।

Image Comparison by Rumor Scanner 

যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরে অবস্থিত The Museum of Fine Arts এর ওয়েবসাইটেও একই ছবিটির সন্ধান পাওয়া যায়। সেখান থেকেও ছবিটির বিষয়ে একই তথ্য মেলে।

ছবি যাচাই ২

মানসুরা আলমের পোস্ট ব্যবহৃত দ্বিতীয় ছবিটির বিষয়ে অনুসন্ধানে ছবি ও ভিডিও হোস্টিং প্ল্যাটফর্ম Flickr এর ওয়েবসাইট এবং মূলধারার গণমাধ্যম The Daily Star এর ওয়েবসাইটে মূল ছবিটির সন্ধান পাওয়া যায়। মাধ্যমগুলো থেকে জানা যায়, ছবিতে দেখতে পাওয়া নারী মুক্তিযুদ্ধের সময় ধর্ষণের শিকার হয়ে মারা গিয়েছেন। পাশাপাশি জানা যায় ছবিটি নায়েব উদ্দিন আহমেদ নামের একজন ফটোগ্রাফার সেসময় ধারণ করেছেন।

তবে উক্ত ছবিটিও আগের ছবিটির মত সাদাকালো। যা থেকে ধারণা করা যাচ্ছে। মানসুরা আলমের পোস্টে ব্যবহৃত ছবিগুলো সম্পাদনার মাধ্যমে কালার ছবিতে পরিণত করা হয়েছে।

অর্থাৎ, মানসুরা আলমের পোস্টে ব্যবহৃত দুটি ছবির একজন নারী ধর্ষণের শিকার হয়ে মারা যান। অপরজন মুক্তিযুদ্ধের সময় মারা গেলেও তিনি কলেরায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

সুতরাং, ‍মুক্তিযুদ্ধের সময় ধর্ষণের শিকার নারী দাবিতে কলেরা আক্রান্ত নারীর ছবি প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img