গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগ করে। এ সময় লাঠিচার্জের ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ ৫০ জন আহত হন। এরই প্রেক্ষিতে, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নুরুল হক নুর দুনিয়াতে আর নাই’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নুরুল হক নুর মারা যাননি। প্রকৃতপক্ষে, নূর গুরুতর আহত হয়ে আইসিইউতে থাকলেও বর্তমানে তিনি হাসপাতালে শঙ্কামুক্ত অবস্থায় আছেন। প্রচারিত ভিডিওটি ২৯ আগস্ট আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে আহত নুরকে হাসপাতালে নেওয়ার ঘটনার।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স সার্চ করে ইলেকট্রনিক গণমাধ্যম ‘ATN Bangla News’ এর ইউটিউব চ্যানেলে গত ২৯ আগস্ট “র/ক্তা/ক্ত ভিপি নুরকে নিয়ে দিশেহারা নেতা কর্মীরা | Police | VP Nur | ATN Bangla News” শিরোনামে প্রচারিত ভিন্ন ফ্রেমের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যা থেকে নিশ্চিত হওয়া যায় যে ভিডিওটি ওইদিনের ঘটনার।
উক্ত তথ্যের সূত্র ধরে কি ওয়ার্ড সার্চ করে প্রথম আলোর ওয়েবসাইটে গত ৮ সেপ্টেম্বর “নুরুল হকের শর্ট মেমোরি লস হয়নি, আশঙ্কাও নেই: ঢাকা মেডিকেলের পরিচালক” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান ৮ সেপ্টেম্বর (সোমবার) বেলা একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান “মাথায় আঘাত পাওয়ার পর গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের কোনো ধরনের ‘শর্ট মেমোরি লস’ হয়নি। আঘাতজনিত কারণে ভবিষ্যতে মেমোরি লস হওয়ার আশঙ্কাও নেই। নুরুল হকের নাকের হাড় ভেঙে যাওয়ায় মাঝেমধ্যে রক্তপাত হচ্ছে। এটি সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। তাঁর চোখে জমাট রক্ত কেটে গেছে। পরিবার চাইলে তাঁকে বিদেশেও নিতে পারে।’’
দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে একই দিনে ‘নুরকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি’’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেবার প্রস্তুতি চলছে। দেশের বাইরে তার চিকিৎসার বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের সহযোগিতার আশ্বাসও রয়েছে। এরই ধারাবাহিকতায় নুরের পরিবারের কয়েকজন সদস্যদের পাসপোর্ট করা হচ্ছে। অর্থের সংস্থানও করা হয়েছে। তবে এই মুহূর্তে বিদেশে চিকিৎসা নিতে আগ্রহ দেখাননি নুরুল হক নুর।
এছাড়া, নুরুল হক নুরের ফেসবুক অ্যাকাউন্টেও উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি নিয়মিত পোস্ট লক্ষ্য করা যায়।
সুতরাং, নুরুল হক নুর মারা যাওয়ার দাবিটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- ATN Bangla News – র/ক্তা/ক্ত ভিপি নুরকে নিয়ে দিশেহারা নেতা কর্মীরা
- Prothom Alo – নুরুল হকের শর্ট মেমোরি লস হয়নি, আশঙ্কাও নেই: ঢাকা মেডিকেলের পরিচালক
- Ittefaq – নুরকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি