ঢাবি শিক্ষক মোনামী এবং পুলিশ কর্মকর্তা মাসুদকে জড়িয়ে কালবেলার নামের ভুয়া ফটোকার্ড প্রচার 

গত ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) এর বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এরই প্রেক্ষিতে “ওরা ঢাবির শিক্ষক নামের ক/লঙ্ক। শিবিরের এজেন্ট, ভোেট চো/র” শিরোনামে মূলধারার গণমাধ্যম কালবেলার ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

ফটোকার্ডটিতে ঢাবি শিক্ষক মোনামীর পাশাপাশি ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম এবং এক অজ্ঞাত নারীর একটি ছবি সংযুক্ত করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঢাবি’র সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়াকে (মোনামী) জড়িয়ে কালবেলা এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। এছাড়া, ফটোকার্ডে ব্যবহৃত ছবিতে থাকা বাকি দুই ব্যক্তি ঢাবির শিক্ষক নন। এদের মধ্যে পুরুষ ব্যক্তিটি মো. মাসুদ আলম যিনি একজন পুলিশ কর্মকর্তা। তাছাড়া, অপর নারীটির পরিচয় জানা যায়নি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালবেলার ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত দাবি সম্বলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে কালবেলার লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ১০ সেপ্টেম্বর, ২০২৫ উল্লেখ করা হয়েছে। 

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে কালবেলার ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, কালবেলার ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

তবে, কালবেলার প্রচলিত ফটোকার্ডের ডিজাইনের সঙ্গে আলোচিত ফটোকার্ডটির সাদৃশ্য লক্ষ্য করা যায়। 

Comparison: Rumor Scanner 

প্রচারিত ফটোকার্ডের সাথে কালবেলার প্রচলিত ফটোকার্ডে তারিখ, লোগো এবং গ্রাফিক্যাল ডিজাইনের মিল থাকলেও প্রচলিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়। 

পাশাপাশি, দেশিয় অন্যান্য গণমাধ্যম এবং বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবি সম্বলিত কোনো তথ্যের সন্ধান পাওয়া যায়নি। 

সুতরাং, ঢাবি’র সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) এবং ডিএমপির রমনা জোনের ডিসি মো. মাসুদ আলমকে জড়িয়ে কালবেলার নামে প্রচারিত এই ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img