মানুষের খাদ্য উপযোগী ঘাস লাগাতে হবে বলে মন্তব্য করেননি পরিবেশ উপদেষ্টা, সমকালের নামে সম্পাদিত ফটোকার্ড

সম্প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান “মানুষের খাদ্য উপযোগী ঘাস লাগাতে হবে।” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে দৈনিক সমকালের লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।  

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সৈয়দা রিজওয়ানা হাসান আলোচিত মন্তব্যটি করেননি এবং উক্ত শিরোনামে দৈনিক সমকালও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, সৈয়দা রিজওয়ানা হাসানের ভিন্ন মন্তব্য সম্বলিত সমকালের ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে সমকালের লোগো এবং এটি প্রকাশের তারিখ ০২ সেপ্টেম্বর, ২০২৫ উল্লেখ পাওয়া যায়।

পরবর্তীতে সমকালের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে দাবিটির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে, সমকালের ফেসবুক পেজে গত ০২ সেপ্টেম্বর ‘হাতির খাদ্যোপযোগী গাছ লাগানো জরুরি’ শীর্ষক তথ্য সম্বলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

Photocard Comparison: Rumor Scanner

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। সমকালের মূল ফটোকার্ডটিতে ‘হাতির খাদ্যোপযোগী গাছ লাগানো জরুরি’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘মানুষের খাদ্য উপযোগী ঘাস লাগাতে হবে।’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে দৈনিক সমকালের ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সম্বলিত সমকালের পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হাতি টিকিয়ে রাখতে সময়োপযোগী পদক্ষেপ নিতে হবে। এ জন্য স্থানীয়দের মধ্য থেকে দক্ষ ব্যক্তিদের নিয়ে এলিফ্যান্ট রেসপন্স টিমকে আরও সক্রিয় করতে হবে। তাদের ওয়াকিটকি ও প্রয়োজনীয় সরঞ্জাম দিতে হবে। একই সঙ্গে হাতির খাদ্যোপযোগী গাছ লাগানো জরুরি। মানুষ ও বন্য হাতির দ্বন্দ্ব নিরসনে করণীয় ঠিক করতে গত ৩১ আগস্ট রাতে আয়োজিত এক পর্যালোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। উক্ত সভায় তাকে আলোচিত দাবি সম্বলিত কোনো মন্তব্য করার তথ্য মেলেনি।

সুতরাং, সৈয়দা রিজওয়ানা হাসান ‘মানুষের খাদ্য উপযোগী ঘাস লাগাতে হবে।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে দৈনিক সমকালের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img