সেন্ট মার্টিন প্রসঙ্গে ট্রাম্পের আলোচনা দাবিতে এআই দিয়ে তৈরি ভিডিও প্রচার

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ডোনাল্ড ট্রাম্প বলতেছে ইউনুস এমন কাজ করেছে দেশ থেকে এখন পালিয়ে যেতে হবে। কারণ বাংলার জনগণ সেন্টমাটি নিতে দিবে না’ শিরোনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের বক্তব্যের একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটিতে তাকে ‘আমি মুহাম্মদ ইউনূসের সাথে কথা বলেছি সেন্ট মার্টিনকে দ্রুত হস্তান্তর করার জন্য। আমরা মিয়ানমার কোস্টগার্ডের ও আরাকান আর্মির বিষয়েও আলোচনা করেছি। ইউনূস খুব ভালোভাবে একমত হয়েছেন।’ শীর্ষক কথাগুলো বলতে শোনা যায়।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সেন্ট মার্টিন প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের আলোচনার ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে দাবিটির পক্ষে কোনো প্রকার তথ্য পাওয়া যায়নি। 

পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্পের ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে alimubarak1 ইউজারনেমের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এবং The Tea Guru নামের একটি ইউটিউব চ্যানেলে ডোনাল্ড ট্রাম্পের একই ভিডিওর একটি বড় ফ্রেমের ভিডিও প্রচারিত হতে দেখা যায়। 

Video Comparison by Rumor Scanner 

যার একটিতে তাকে আরবি ভাষার মত একটি ভাষায় কথা বলতে শোনা যায় এবং অপরটিতে ইংরেজি ভাষায় The Tea Guru নামের চ্যানেলটির বিষয়ে কথা বলতে শোনা যায়। উভয় ভিডিওতেই made with TryParrotAI.com লেখা জলছাপ দেখতে পাওয়া যায়। অনুসন্ধানে জানা যায়, Parrot Ai এমন একটি প্রযুক্তি যার সহায়তায় সেলিব্রেটিদের নকল ভয়েস তৈরি করা যায়। 

Collage by Rumor Scanner 

বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Modaretion এবং Deepfake-O-Meter-এ ভিডিওটি পরীক্ষা করা হলে উভয় প্ল্যাটফর্ম থেকেই জানা যায়, ভিডিওটি এআইয়ের সহায়তায় তৈরি করা হয়েছে। 

Collage by Rumor Scanner 

সুতরাং, এআই দিয়ে তৈরি একটি ভিডিওকে সেন্ট মার্টিন প্রসঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলাপের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Alimubarak1 Instagram Post
  • The Tea Guru Youtube Channel Video
  • Hive Modaretion
  • Deepfake-O-Meter
  • Rumor Scanner’s Analysis

আরও পড়ুন

spot_img