সম্প্রতি বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের ব্যবস্থাপক ইকবাল হোসেনকে ঘুমন্ত অবস্থায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করার একটি ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে হিন্দু হিসেবে এবং অভিযুক্তের নাম রতন চন্দ্র দেবনাথ দাবি করে সামাজিক মাধ্যমে বিভিন্ন প্রচারণা দেখা গেছে।

অভিযুক্তকে হিন্দু হিসেবে উল্লেখ করে প্রচারিত কিছু ফেসবুক পোস্ট এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
একই দাবিতে এক্স, টিকটিক এবং ইউটিউবে প্রচারিত একটি করে পোস্ট যথাক্রমে এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে যে, আলোচিত হত্যায় অভিযুক্ত ব্যক্তি হিন্দু নন বরং, তিনি মুসলিম ধর্মাবলম্বী। অভিযুক্তের নাম রতন চন্দ্র দেবনাথ হওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, তার নাম মোঃ রাকিবুল ইসলাম রতন এবং বাবার নাম চান মিয়া।
অনুসন্ধানে গত ৭ সেপ্টেম্বর “হাতুড়ি দিয়ে পেট্রোলপাম্প কর্মকর্তাকে হত্যার মূল অভিযুক্ত আটক” শিরোনামে চ্যানেল ২৪ ওপর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটিতে বলা হয়, “ বগুড়ায় পেট্রলপাম্পের এক কর্মকর্তাকে (হাতুড়ি দিয়ে পিটানোর পর) গলা কেটে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে রাকিবুল ইসলাম ওরফে রতন (২৬) নামের এক কর্মচারীকে আটকের কথা জানিয়েছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে তাকে আটক করেন বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
এর আগে শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের অফিসকক্ষে ক্যাশিয়ার ইকবাল হাসান হেলালকে (৩৫) হাতুড়ির আঘাতে হত্যার এ ঘটনা ঘটে।
এদিকে শতাব্দী ফিলিং স্টেশনে খুনের ঘটনাটির সিসি ফুটেজ বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, রাত আড়াইটার দিকে রতন একটি হাতুড়ি দিয়ে ইকবালের মাথায় একাধিকবার আঘাত করে। পরে মৃত্যু নিশ্চিত হলে রতন পালিয়ে যায়।”
এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনেও একই তথ্য পাওয়া গেছে। সব প্রতিবেদনেই অভিযুক্তের নাম রাকিবুল ইসলাম রতন উল্লেখ করা হয়েছে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত রাকিবুল ইসলাম রতনের বাবার নাম চান মিয়া। ওই প্রতিবেদনে রতন শাজাহানপুরের নিশ্চিন্তপুর এলাকার চাঁনমিয়ার ছেলে বলে উল্লেখ করা হয়।
ডিবি বগুড়ার ফেসবুক পোস্টেও এই ব্যক্তির পুরো নাম মোঃ রাকিবুল ইসলাম রতন এবং বাবার নাম মোঃ চান মিয়া বলে উল্লেখ করা হয়। যার মাধ্যমে অভিযুক্ত মুসলিম ধর্মাবলম্বী বলে অধিকতর নিশ্চিত হওয়া যায়।
০৮ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, “গত শনিবার দিবাগত রাতে বগুড়া শহরের শতাব্দী ফিলিং স্টেশনের অফিস রুমের টেবিলের ওপর ইকবাল ঘুমিয়ে থাকা অবস্থায় রতন সেখানে গিয়ে হাতুড়ি দিয়ে মাথায় একাধিক আঘাত করে। তার কাছে থাকা স্লাইরেঞ্জ ও চাকু দিয়ে পুনরায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে ক্যাশের নগদ টাকা এবং মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাতে গাজীপুরের মৌচাক বাসস্ট্যান্ড থেকে রাকিবুল ইসলাম রতনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছে থেকে নিহত ইকবালের ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন ও পেট্রোল পাম্প হতে চুরিকৃত টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন জানায়, সে এবং ইকবাল একই পাম্পে চাকরি করতো। ইকবাল বিভিন্ন সময়ে পাম্পের তেল নিয়ে অনিয়ম করায় রতন পাম্পের মালিককে জানায়। এতে রতনের ওপর ক্ষিপ্ত হয়ে চড়থাপ্পড় মারে। রতন তখন ইকবালকে শায়েস্তা করার জন্য সুযোগ খুঁজতে থাকে। একপর্যায়ে শত্রুতার জেরে ঘুমিয়ে থাকা ইকবালকে নির্মমভাবে হত্যা করে রতন।”
অভিযুক্ত রকিবুল ইসলাম রতন গতকাল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া আদালতের পরিদর্শক মোসাদ্দেক হোসেন। তিনি বলেন, ‘সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে আসামি রাকিবুল ইসলামকে আদালতে হাজির করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড শেষে কারাগারে পাঠানো হয়।’
সুতরাং, ‘বগুড়ায় পেট্রলপাম্প কর্মকর্তাকে হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তি হিন্দু ধর্মাবলম্বী’ শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- DB Bogura Facebook Post
- Media Reports