শামীম ওসমানের দেশে ফেরার দাবিতে যমুনা টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার

আওয়ামী লীগ নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান দেশে ফিরেছেন দাবিতে সম্প্রতি যমুনা টিভির আদলে দুইটি আলাদা ফটোকার্ড তৈরি করে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির ফেসবুক পোস্টগুলো দেখুন এখানে, এখানে। 

শামীম ওসমান দেশে ফিরেছেন দাবিতে ইনস্টাগ্রামের পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘দীর্ঘদিন পর দেশে ফিরলেন নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান’ শিরোনামে যমুনা টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং শামীম ওসমানেরও দেশে ফেরার কোনো তথ্য মেলেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে গণমাধ্যমটির ফটোকার্ড ডিজাইন নকল করে ভুয়া দাবিটি প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দুইটি ফটোকার্ড পর্যবেক্ষণ করে দেখা যায়, এগুলোতে যমুনা টিভির লোগো এবং প্রকাশের তারিখ ৮ সেপ্টেম্বর, ২০২৫ উল্লেখ রয়েছে। উক্ত তথ্যের সূত্র ধরে যমুনা টিভির ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, গণমাধ্যমটির ওয়েবসাইটেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। এমনকি দেশের অন্য গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো তথ্য মেলেনি।

এছাড়া, পর্যবেক্ষণে আলোচিত দাবির ফটোকার্ডগুলোর ফন্টের সাথে যমুনা টিভির প্রচলিত ফটোকার্ডের ফন্টের পার্থক্য লক্ষ্য করা যায়। 

Comparison: Rumor Scanner

অর্থাৎ, যমুনা টিভির ফটোকার্ডের ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে।  

ফটোকার্ড দু’টিতে থাকা ছবিগুলোর বিষয়ে অনুসন্ধানে চেয়ারে বসে ভি চিহ্ন দেখানোর ছবিটি পুরোনো এবং গাড়িতে দাঁড়িয়ে থাকার ছবিটি এআই দিয়ে তৈরি বলে প্রতীয়মান হয়েছে। 

পরবর্তী অনুসন্ধানে শামীম ওসমানের দেশে ফেরার কোনো তথ্য গণমাধ্যম এবং নির্ভরযোগ্য কোনো সূত্রে পাওয়া যায়নি।

সুতরাং, ‘দীর্ঘদিন পর দেশে ফিরলেন নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান’ শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s own analysis

আরও পড়ুন

spot_img