গত (০৯ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর সকালে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। এর আগে ভোট গণনা চলাকালে ছাত্রদলের প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. আবিদুল ইসলাম নির্বাচনের অনিয়মের অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে একই প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিম নির্বাচনে অনিয়মের অভিযোগ তুললেও শিক্ষার্থীদের রায়কে সম্মান জানানোর কথা বলেছেন।
গত রাতে ভোট গণনা চলাকালে ‘সরাসরি…এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে,, ঢাবির গেট ভেঙ্গে হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা ভিতরে ঢুকেছে গেছে লাঠিসোটা নিয়ে’- শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গত রাতের নয় প্রকৃতপক্ষে, গত জানুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সাত কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে অনলাইন ভিত্তিক গণমাধ্যম দ্যা ডেইলি ক্যাম্পাসের ইউটিউব চ্যানেলে গত ২৭ জানুয়ারি প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, গত জানুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যকার ধাওয়া পাল্টা ধাওয়ার দৃশ্য এটি।
একই তারিখে একই তথ্যে উক্ত ভিডিওটি প্রকাশ করেছে জাতীয় দৈনিক আমার দেশও।
এছাড়া, একই বিষয়ে ইলেকট্রনিক সংবাদমাধ্যম চ্যানেল ২৪ এর ওয়েবসাইটে একই তারিখে ‘ঢাবি ও ৭ কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া’- শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৬ জানুয়ারি রাত ১১ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের বিরুদ্ধে ‘বিরূপ আচরণের’ অভিযোগ তোলে বাসভবন ঘেরাও করতে গিয়ে ৭ কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। অন্যদিকে ঢাবির এফ রহমান হলের শিক্ষার্থীরা ৭ কলেজের শিক্ষার্থীদের ঠেকাতে হলের সামনে অবস্থান নেন। রাত সাড়ে ১১টার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সেসময় একই তথ্যে সংবাদ প্রকাশ করেছিল ডেইলি স্টারও।
এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
তাছাড়া, গত রাতে ডাকসুর ভোট গণনাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকাগুলোতে জামায়াত-শিবির এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের জড়ো হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট ভেঙে বিএনপির নেতাকর্মীদের ক্যাম্পসে প্রবেশের ঘটনা ঘটেনি।
সুতরাং, গত জানুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যকার ধাওয়া পাল্টা ধাওয়ার ভিডিওকে গত রাতে ডাকসু নির্বাচনের ভোট গণনাকালীন ঢাবির গেট ভেঙে বিএনপির নেতাকর্মীদের প্রবেশ করেছ দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Daily Campus- YouTube Video
- Amar Desh- YouTube Video
- Channel24- ঢাবি ও ৭ কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া
- Tha Daily Star- ঢাবি-সাত কলেজ ধাওয়া-পাল্টা ধাওয়া: ঘটনাস্থলে হাসনাত আব্দুল্লাহ, যোগ দিয়েছেন ইডেন কলেজ শিক্ষার্থীরা
- Bangla Tribune- ঢাবির চারপাশে বিএনপি-জামায়াতের অবস্থান