সম্প্রতি ‘জিয়াউর রহমান স্বৈরশাসক, খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ কারী, তারেক জিয়া হলো একজন খুনি। বলেছেন শিবির নেতা সাদিক কায়েম’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷
ভিডিওটিতে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমকে বলতে শোনা যায়- ‘জিয়াউর রহমান হচ্ছে একজন স্বৈরশাসক, সে হচ্ছে খুনি, তারেক জিয়া হচ্ছে একজন খুনি, খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎকারী’ এই অংশের পরে সাদিক কায়েমকে বলতে শোনা যায় ‘তো ঐ ধরণের বয়ান দ্বারা যখন আমাদের আবিদ ভাইয়েরা যখন প্রভাবিত হয় তখন তো আর কিছু বলার থাকেনা …ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের এই বিষয়ে অবশ্যই তারা বুঝার কথা…।’

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাদিক কায়েম সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে জড়িয়ে আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, একটি সাম্প্রতিক আলোচনায় সাদিক কায়েমের বক্তব্যের খণ্ডিত অংশকে বিভ্রান্তিকরভাবে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা টিভির ইউটিউব চ্যানেলে গত ২৬ আগস্ট ‘দুই ভিপি প্রার্থী সাদিক কায়েম- আবিদুলের উত্তপ্ত বাক্য বিনিময়’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যাবলীর সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।
উল্লিখিত ভিডিওটি যমুনা টিভির ইউটিউব চ্যানেলে গত ২৬ আগস্ট ‘ডাকসু নির্বাচন- ২০২৫: দ্য স্টুডেন্ট’স ভয়েস | DUCSU Election-2025’ শিরোনামে প্রকাশিত ভিডিওটির একটি অংশ৷

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে থাকা সাদিক কায়েমের বক্তব্যের ৩৭:৩২ থেকে ৩৭:৫২ সেকেন্ড পর্যন্ত অংশটি আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে।
উক্ত ভিডিওটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সহ-সভাপতি (ভিপি) প্রার্থীদের সাথে ভোটারদের কথোপকথনের জন্য যমুনা টেলিভিশন কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠানের।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানকে উদ্দেশ্য করে ভিডিওটির ৩৭:১৯ থেকে ৩৭:৫২ সেকেন্ড পর্যন্ত অংশে ছাত্রশিবির মনোনীত ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেন, “ উনি (ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ) যে বিষয়টা বলতেছে, উনি বারবার যে উনি কিছুদিন আগে শিবিরের বিভিন্ন হচ্ছে ওনার সোকল্ড অপকর্ম বলে তিনি হচ্ছে পাঠ করেছিল একাত্তর ডট ওআরজি থেকে। ওই এর অপর পেজে বলা আছে জিয়াউর রহমান হচ্ছে একজন স্বৈরশাসক সে হচ্ছে খুনি, তারেক জিয়া হচ্ছে একজন খুনি এবং হচ্ছে ওখানে আমি কোট আন-কোট বলতেছি এবং ওখানে বলা আছে হইলো খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎকারী।” এই অংশের পরে সাদিক কায়েমকে বলতে শোনা যায় “তো ঐ ধরণের বয়ান দ্বারা যখন আমাদের আবিদ ভাইয়েরা যখন প্রভাবিত হয় তখন তো আর কিছু বলার থাকেনা …ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের এই বিষয়ে অবশ্যই তারা বুঝার কথা…।”
অর্থাৎ, প্রচারিত ভিডিওটিতে সাদিক কায়েমের দীর্ঘ বক্তব্যের পৃথক পৃথক খণ্ডিত অংশ সংযুক্ত করা হয়েছে। মূল ভিডিওতে থাকা খালেদা জিয়া সম্পর্কিত বক্তব্যের আগের অংশটুকু, ‘এবং হচ্ছে ওখানে আমি কোট আন-কোট বলতেছি এবং ওখানে বলা আছে হইলো’ কর্তন করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
সাদিক কায়েমের বক্তব্য অনুযায়ী, একটি লেখায় ‘জিয়াউর রহমান হচ্ছে একজন স্বৈরশাসক সে হচ্ছে খুনি, তারেক জিয়া হচ্ছে একজন খুনি এবং খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎকারী’ উল্লেখ করা রয়েছে, সেই বিষয়টি সাদিক কায়েম তার বক্তব্যে উল্লেখ করেছেন। এটি সাদিক কায়েমের নিজস্ব মন্তব্য নয়। এছাড়াও, ভিডিওতে তিনি সরাসরি জিয়াউর রহমান, খালেদা জিয়া কিংবা তারেক রহমানকে নিয়ে নিজ থেকে কোনো মন্তব্য করেননি।
সুতরাং, জিয়াউর রহমান–খালেদা জিয়া- তারেক রহমানকে জড়িয়ে সাদিক কায়েম মন্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর।