পার্বত্য চট্টগ্রামে উগ্রবাদী পাহাড়ি গোষ্ঠীর বেসামরিক নাগরিক হত্যার ভিডিও দাবিতে মায়ানমারের ভিডিও প্রচার

সম্প্রতি, পার্বত্য চট্টগ্রামে উগ্রবাদী পাহাড়ি গোষ্ঠীরা বেসামরিক নাগরিকদের জবাই করে হত্যা করছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি পার্বত্য চট্টগ্রামের উগ্রবাদী পাহাড়ি গোষ্ঠীদের বেসামরিক নাগরিকদের হত্যার ঘটনার নয়। প্রকৃতপক্ষে, মিয়ানমারের জাতিগত সশস্ত্র সংগঠন এসএনএ-র বেসামরিক নাগরিকদের হত্যা করার পুরোনো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে মায়ানমার ভিত্তিক গণমাধ্যম The 74 Media এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর Video of Shane National Army (SNA) stabbing and killing five civilians শিরোনামে (ইংরেজিতে অনুদিত) প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত প্রতিবেদনটি মূলত আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি নিয়েই। যেখানে দুজন সামরিক পোশাকধারী ব্যক্তিকে কয়েকজন বেসামরিক নাগরিককে হত্যা করতে দেখা যায়। ভিডিওটির শিরোনাম ও এতে দেখতে পাওয়া টেক্সট এআই প্রযুক্তির সহায়তায় ইংরেজিতে অনুবাদের মাধ্যমে জানা যায়, ভিডিওতে দেখতে পাওয়া সামরিক পোশাকধারী ব্যক্তিরা মিয়ানমারের জাতিগত সশস্ত্র সংগঠন স্যান ন্যাশনাল আর্মি বা এসএনএ-র সদস্য। 

Collage by Rumor Scanner 

প্রতিবেদনটিতে সূত্রের বরাতে জানানো হয়, ভিডিওটি ধারণকারী মোবাইল ফোনটি ২০২৩ সালে মায়ানমারের সাগাইং অঞ্চলের সেজিন নামের একটি গ্রাম থেকে উদ্ধার করা হয়। এছাড়াও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, ভিডিওতে দেখে নিহতের শনাক্ত করা সম্ভব হয়েছে। নিহতরা হলেন, উ ফো সি (৬৭), কো কাউং মিয়াত থু রেইন (২০), কো জাও মিও ত্বে (২৩), উ ফো ইয়াও (৪২) এবং উ চিত সান মাউং (৩৮)।

সুতরাং, মিয়ানমারে জাতিগত সশস্ত্র সংগঠন এসএনএ-র বেসামরিক নাগরিকদের হত্যার পুরোনো ভিডিওকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে উগ্রবাদী পাহাড়ি গোষ্ঠীদের হাতে বেসামরিক নাগরিক হত্যার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img