সম্প্রতি, ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বা আইডিইবি-এর একজন নেতা এক আলোচনা সভায় বিএসসি ইঞ্জিনিয়ারদের ‘কুলাঙ্গার’ বলে মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
আইডিইবি-এর উক্ত নেতার মন্তব্যের প্রতিবাদে গত ২০ আগস্ট দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এ ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন কালবেলা, ঢাকা মেইল এবং এখন টিভি।
ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আইডিইবি নেতার বিএসসি ইঞ্জিনিয়ারদের ‘কুলাঙ্গার’ বলে আখ্যায়িত করার ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আয়োজিত একটি প্রতিবাদ সভায় আইডিইবির নেতা মির্জা এটিএম গোলাম মোস্তফার দেওয়া একটি বক্তব্যের ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে। যার প্রেক্ষিতে ২০ আগস্ট রাতে বিক্ষোভে ফেটে পড়েন বুয়েট শিক্ষার্থীরা।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Nabil Fahad নামের একজন বুয়েট শিক্ষার্থীর ফেসবুক আইডিতে ২০ আগস্ট মধ্যরাতে প্রচারিত একটি পোস্টের সন্ধান পাওয়া যায়। পোস্টটিতে তিনি বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের একটি চিত্র প্রচার করে দাবি করেন, ২০ আগস্ট এক সভায় একজন ডিপ্লোমাধারী ব্যক্তি প্রকাশ্যে বিএসসি ইঞ্জিনিয়ারদের ‘কুলাঙ্গার’ বলে অভিহিত করেন। যার প্রতিবাদে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা সঙ্গে সঙ্গে বিক্ষোভ মিছিল করে।

তবে উক্ত পোস্টের মন্তব্যের ঘর পর্যালোচনা করে Abir Hossain Shanto নামের ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটে একজন প্রাক্তন শিক্ষার্থীর একটি মন্তব্য খুঁজে পাওয়া যায়। যেখানে তিনি দাবি করেন, বিএসসি ইঞ্জিনিয়ারদের ‘কুলঙ্গার’ বলে সম্বোধন করার ঘটনাটি ২০ আগস্টের নয়, বরং ২০২৪ সালের ২০ মে-র ঘটনা। সেদিন ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এর মির্জা এটিএম গোলাম মোস্তফা নামের নেতা উক্ত মন্তব্যটি করেন বলেও তিনি তার মন্তব্যে দাবি করেন।

পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Institution of Diploma Engineers, Bangladesh.(IDEB) এর ফেসবুক পেজে ২০২৪ সালের ২০ মে প্রচারিত একটি ভিডিওর সন্ধান পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয়, এটি কারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধির প্রয়াসে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি (পাস) সম্মান মর্যাদা প্রদানের উদ্যোগ গ্রহণের প্রেক্ষিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের বিরোধীতার প্রতিবাদ এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ বাস্তবায়ন সহ ৩ দফা দাবিতে আয়োজিত একটি প্রতিবাদ সভার সরাসরি সম্প্রচারকৃত ভিডিও।

ভিডিওটির ১ ঘন্টা ১৪ মিনিট থেকে তৎকালীন ঢাকা জেলা আইডিইবির সভাপতি মির্জা এটিএম গোলাম মোস্তফাকে বক্তব্য প্রদান করতে দেখা যায়। তার বক্তব্যে প্রদানের ১ ঘন্টা ১৬ মিনিট ১০ সেকেন্ডের ফুটেজ থেকে পরবর্তী বিভিন্ন অংশের বক্তব্যের সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে। মূলত, তার বক্তব্যের বিভিন্ন অংশ কাট করে সেগুলোর সমন্বয়ে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। তবে ওই প্রতিবাদ সভায় তার বিএসসি ইঞ্জিনিয়ারদের ‘কুলাঙ্গার’ বলে সম্বোধন করার সত্যতা পাওয়া যায়।
সুতরাং, ২০২৪ সালে এক আলোচনা সভায় আইডিইবি নেতার বিএসসি ইঞ্জিনিয়ারদের ‘কুলাঙ্গার’ বলে সম্বোধন করার ভিডিওকে সাম্প্রতিক ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।