সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন এলাকা থেকে পাথর লুটপাটের ঘটনা নিয়ে সম্প্রতি দেশব্যাপী তুমুল আলোচনা চলছে৷ উক্ত ঘটনার প্রেক্ষিতে সাদাপাথর লুটপাটের অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আলমগীর আলমকে গত ১৪ আগস্ট গ্রেফতার করা হয়েছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, “সাদাপাথর লুটের ঘটনায় জামায়াত নেতা ইউপি চেয়ারম্যান মো. আলম গ্রেপ্তার”।

এরূপ দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট : দেশ টিভি।
গণমাধ্যম ছাড়াও আরো নানা ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকেও আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সিলেটে পাথরকাণ্ডে আটক ইউপি চেয়ারম্যান মো. আলমগীর আলম বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা নন। প্রকৃতপক্ষে তিনি একজন বিএনপি নেতা এবং সিলেট জেলা কৃষক দল নেতা।
অনুসন্ধানের শুরুতে সিলেটে পাথর লুটের অভিযোগে আটক ইউপি চেয়ারম্যান মো. আলমগীর আলমের ফেসবুক অ্যাকাউন্ট ‘আলমগীর আলম চেয়ারম্যান’ খুঁজে পাওয়া যায়। ফেসবুক অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়ে গত ৩০ মার্চে একটি পোস্টারের ছবি অ্যাকাউন্টটিতে পোস্ট করা হয়েছে। পোস্টারে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবির পাশাপাশি আলমগীর আলমের ছবিরও সংযুক্তি পাওয়া যায়। পোস্টারটিতে আলমগীর আলমের পদ হিসেবে উল্লেখ করা হয়েছে, “স্থানীয় সরকার বিষয় সম্পাদক কোম্পানীগঞ্জ উপজেলা | বিএনপি যুগ্ম আহবায়ক সিলেট জেলা কৃষক দল”।

এছাড়া, অ্যাকাউন্টটিতে স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৬ মার্চে প্রচারিত আরেকটি পোস্টারের ছবি পাওয়া যায়। উক্ত পোস্টটিতেও আলমগীর আলমের পদ হিসেবে “স্থানীয় সরকার বিষয় সম্পাদক কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি | যুগ্ম আহবায়ক সিলেট জেলা কৃষক দল” লেখা দেখতে পাওয়া যায়। পাশাপাশি, অ্যাকাউন্টটি আরো পর্যবেক্ষণ করলে নানা সময়ে কৃষকদল ও বিএনপির নানা কার্যক্রমের বিষয়ে পোস্ট পাওয়া যায়।
এছাড়াও, এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে জাতীয় দৈনিক প্রথম আলো’র ওয়েবসাইটে ‘সিলেটে পাথর লুটের অভিযোগে বিএনপির ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার’ শিরোনামে গত ১৪ আগস্টে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়, “সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাথর লুটের ঘটনায় বিএনপির এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁকে কোম্পানীগঞ্জ উপজেলার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান হলেন পূর্ব ইসলামপুর ২ নম্বর ইউপির চেয়ারম্যান মো. আলমগীর আলম। তিনি জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এবং কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক।”
উপরোল্লিখিত তথ্যপ্রমাণ থেকে নিশ্চিত হওয়া যায় যে, সিলেটে পাথরকাণ্ডে আটক মো. আলমগীর আলম প্রকৃতপক্ষে একজন বিএনপি নেতা এবং সিলেট জেলা কৃষক দল নেতা।
সুতরাং, সিলেটে পাথরকাণ্ডে আটক বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান মো. আলমগীর আলমকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- আলমগীর আলম চেয়ারম্যান – Facebook Post
- আলমগীর আলম চেয়ারম্যান – Facebook Post
- Prothom Alo – সিলেটে পাথর লুটের অভিযোগে বিএনপির ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার