সম্প্রতি, “১৫ই আগস্ট কে ঘিরে আজ গুলিস্তানে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের বিশাল মহাসম্মেলনে লাখো মানুষের ভিড়” শীর্ষক দাবি সম্বলিত একটি ভিডিও টিকটকে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং ১৫-ই আগস্ট উপলক্ষে গুলিস্তানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সম্প্রতি কোনো সম্মেলন অনুষ্ঠিত হয়নি। প্রকৃতপক্ষে, এটি ২০২২ সালের ডিসেম্বর মাসে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন চলাকালে চ্যানেল২৪-এ প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটিতে থাকা ‘চ্যানেল ২৪’ এর লোগোর সূত্র ধরে গণমাধ্যমটির ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ০৯ ডিসেম্বর “আজ গুলিস্তানে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর হুবহু মিল রয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার সংবাদমাধ্যম দৈনিক বাংলার ওয়েবসাইটে একই তারিখে অর্থাৎ ২০২২ সালের ৯ ডিসেম্বর “পল্টনে সমাবেশ করতে পারছে না, এখানেই বিএনপির পরাজয়: কাদের” শিরোনামে আলোচ্য সমাবেশের বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটির বিস্তারিত অংশ থেকে নিশ্চিত হওয়া যায় যে, ২০২২ সালের ৯ ডিসেম্বর তারিখে রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণে সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
এছাড়া, ১৫-ই আগস্ট উপলক্ষে সম্প্রতি রাজধানীর গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের কোনো সমাবেশের খবর দেশিয় সংবাদমাধ্যমে অথবা নির্ভরযোগ্য কোনো সূত্রে প্রকাশ হতে দেখা যায়নি।
সুতরাং, ২০২২ সালে রাজধানীর গুলিস্তানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন চলাকালে চ্যানেল২৪-এ প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনের ক্লিপ সাম্প্রতিক সময়ের দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
Dainik Bangla: Website News
Channel 24: আজ গুলিস্তানে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন