১৫ই আগস্ট শোক দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ মিছিল করেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।
একই দাবির ইউটিউব ভিডিও দেখুন এখানে।
একই দাবিতে টিকটকের ভিডিও দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মিছিলের এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং গত ডিসেম্বরে ধানমন্ডিতে আ’লীগ কর্মীদের ঝটিকা মিছিলের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিওতে জাতীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার লোগো থাকার সূত্রে গত বছরের ১৩ ডিসেম্বর ইউটিউবে পত্রিকাটির চ্যানেলে প্রকাশিত একই ভিডিওর সন্ধান মেলে।

ভিডিও থেকে জানা যায়, সেদিন ভোরে জয় বাংলা স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করে আ’লীগ কর্মীারা।
একই ভিডিও পত্রিকাটির ফেসবুক পেজেও পাওয়া যায়।
অনলাইন সংবাদমাধ্যম বাংলাদেশ জার্নালের সে সময়ের এক প্রতিবেদন থেকে জানা যায়, ধানমন্ডিতে হওয়া এই মিছিলে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি ছিল।
সুতরাং, ১৫ আগস্ট উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্রলীগের মিছিল দাবিতে পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।