সম্প্রতি, ময়মনসিংহে আওয়ামী লীগের নেতাকর্মীদের বৈঠা মিছিলের ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটিতে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশের ব্যানারে একদল ব্যক্তিকে বৈঠা হাতে একটি সমাবেশ স্থলে যেতে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইন্সটাগ্রামে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত বৈঠা মিছিলের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। বরং, ২০২৩ সালের ২৮ মে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশের ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে BNP – বিএনপি নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৮ মে একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, এটি আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর একটি স্পষ্ট সংস্করণ। যার শিরোনামে দাবি করা হয়, এটি সেবছরের ২৮ মে অর্থাৎ, ভিডিওটি প্রচারের দিন অনুষ্ঠিত ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশের ভিডিও। ভিডিওতে দেখতে পাওয়া মিছিলের ব্যানারে দেখা যায়, মিছিলটি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ময়মনসিংহ জেলা শাখার সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোঃ জুয়েল গণির।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ময়মনসিংহ সদর আসনের সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত-এর ফেসবুক আইডিতে ২০২৩ সালের ২৮ মে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশের বেশকিছু ছবি সম্বলিত একটি পোস্টের সন্ধান পাওয়া যায়।

পোস্টটিতে সমাবেশে উপস্থিত অনেকের হাতে বৈঠা দেখতে পাওয়া যায়। তবে আলোচিত ভিডিওতে দেখতে পাওয়া ব্যক্তিদের ছবিগুলো খুঁজে পাওয়া যায়নি। তবে ছবিগুলো পর্যালোচনা করে দেখা যায়, উক্ত শান্তি সমাবেশে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটুও সেখানে উপস্থিত ছিলেন।

পরবর্তীতে ইকরামুল হক টিটুর ফেসবুক আইডি পর্যালোচনার মাধ্যমে সেদিনের শান্তি সমাবেশের ৮০ টি ছবি সম্বলিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

উক্ত পোস্টের ছবিগুলো পর্যবেক্ষণ করে তাতে বৈঠা হাতে মিছিলের আলোচিত ভিডিওর মোঃ জুয়েল গণির নেতৃত্বে আসা মিছিলটির দুটি ছবির খুঁজে পাওয়া যায়। ছবিগুলো দেখুন এখানে এবং এখানে।

অর্থাৎ, ময়মনসিংহে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের বৈঠা হাতে মিছিলের ভিডিওটি ২০২৩ সালের।
উল্লেখ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গণতন্ত্রবিরোধী সরকারের পদত্যাগ, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে ২০২৩ সালের ২৮ মে বিএনপির দেশব্যাপী কর্মসূচি ছিল। যার অংশ হিসেবে সেদিন ময়মনসিংহ বিএনপি জনসমাবেশ করে। একই দিন পাল্টা কর্মসূচি দেয় আওয়ামী লীগ। বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশের আয়োজন করেছে মহানগর আওয়ামী লীগ।
সুতরাং, ২০২৩ সালের ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশের ভিডিওকে সাম্প্রতিক সময়ে ময়মনসিংহে আওয়ামী লীগের বৈঠা মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- BNP – বিএনপি Youtube Channel: শান্তি সমাবেশের নামে নামে আওয়ামী লীগের বৈঠা মিছিল ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ -২৮-০৫-২০২৩
- Mohit Ur Rahman Shanto Facebook Post
- Mohit Ur Rahman Shanto Facebook Post
- Ekramul Hoque Titu Facebook Post
- Ekramul Hoque Titu Facebook Post
- Ekramul Hoque Titu Facebook Post
- Samakal Website: খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছে নেতাকর্মীরা