সম্প্রতি, ‘রংপুর মেডিকেল কলেজের হিন্দু ডাক্তার ডাক্তার মারু দেব-অনৈতিক কাজে ধরা পড়েছে। এদের কাছে কোন মুসলিম বোনকে কখনোই পাঠাবেন না’- শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের কোয়ার্টারে এক নারীর সাথে আপত্তিকর অবস্থায় ধরা পরা চিকিৎসক হিন্দু নন এবং তার নামও মারু দেব নয়। প্রকৃতপক্ষে, উক্ত ডাক্তারের নাম এ বি এম মারুফুল হাসান ওরফে মারুফ। তিনি মুসলিম ধর্মাবলম্বী।
অনুসন্ধানে দৈনিক যুগান্তরের ইউটিউব চ্যানেলে গত ০৭ আগস্ট ‘আ’পত্তি’কর অবস্থায় নারীসহ ড্যাব নেতা আটক’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, গত ০৭ আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের কোয়ার্টারে আপত্তিকর অবস্থায় স্থানীয় জনতার কাছে আটক হন ডা. এ বি এম মারুফুল হাসান। পরবর্তীতে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়৷
উক্ত সূত্র ধরে অনুসন্ধানে সময় টিভি, ঢাকা মেইল এবং প্রতিদিনের সংবাদে একই তথ্যে প্রকাশিত সংবাদ খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, আপত্তিকর অবস্থায় আটক হওয়া ডাক্তারের নাম ডা. এ বি এম মারুফুল হাসান। যা থেকে সহজেই প্রতীয়মান হয় যে তিনি একজন মুসলিম ধর্মাবলম্বী।
সুতরাং, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের কোয়ার্টারে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক ডাক্তার হিন্দু ধর্মীবলম্বী- শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Jugantor- আ’পত্তি’কর অবস্থায় নারীসহ ড্যাব নেতা আটক
- Somoy Tv- Video Report
- Dhaka Mail- রমেক কোয়ার্টার থেকে নারীসহ ড্যাব নেতা আটক
- Protidiner Sangbad- রংপুরে ডা. মারুফকে স্থায়ী অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল