গত বছর চট্টগ্রামের সড়ক দুর্ঘটনাকে সাম্প্রতিক দাবিতে প্রচার

সম্প্রতি, ‘ইন্না লিল্লাহ ওনার বাড়ি নাকি গন্ডামারা বাজারের পশ্চিম পাশে নাম জাফর, বর্তমানে শহরে থাকে, ওনি কিচ্ছুক্কন আগে কর্ণফুলী উপজেলার দৌলতপুরে এক্সিডেন্ট করেছে, ওনার হাতের মোবাইল নষ্ট হয়ে যাওয়ায় তার পরিবারের সাথে যোগাযোগ করা যাচ্চে না, আপনারা দ্রুত শেয়ার করে পরিবার খবর দিতে সহযোগীতা করুন, বর্তমানে ওনাকে চট্টগ্রাম মেডিকেল নেওয়া হয়েছে।’- শীর্ষক ক্যাপশনে একজন আহত ব্যক্তির ছবি ও দুর্ঘটনার কবলে পড়া একটা সিএনজির ছবি যুক্ত একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রামের কর্ণফুলীর দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির দাবিতে প্রচারিত ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়, বরং এটি গত বছরের এপ্রিল মাসের ঘটনা এবং প্রচারিত ছবিওগুলোও সেই সময়কার। 


অনুসন্ধানে ‘Arif Hasan Mehedi’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত বছরের ২২ এপ্রিল প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে যুক্ত ছবি দুইটির সাথে আলোচিত ছবিগুলোর মিল রয়েছে।

উক্ত পোস্টে উল্লেখ করা হয়েছে, ২২ এপ্রিল চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার দৌলতপুরে একটি দুর্ঘটনাট ঘটেছে। সেখানে আহত এক ব্যক্তির ছবি যুক্ত করা বলা হয়েছে, আহত ব্যক্তির নাম জাফর। বাড়ি গন্ডামারা বাজারে। তিনি চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আছেন। 

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ চট্টগ্রামের আঞ্চলিক গণমাধ্যম দৈনিক আজাদী এর ওয়েবসাইটে গত বছরের ২২ এপ্রিল “কর্ণফুলীতে বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে সিএনজি, গুরুতর আহত ২” শীর্ষক শিরোনাম প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা দুর্ঘটনার কবলে পড়া সিএনজির ছবির সাথে আলোচিত পোস্টগুলোতে যুক্ত দুর্ঘটনার কবলে পড়া সিএনজির মিল রয়েছে।

দৈনিক আজাদীর প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের ২২ এপ্রিল দুপুর ০১ টার দিকে কর্ণফুলী আনোয়ারা সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক ও যাত্রী গুরুতর আহত হন। এতে বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে সিএনজি টেক্সি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের সাউথ চট্টগ্রাম হসপিটালে পাঠালেও পরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সুতরাং, গত বছরের ২২ এপ্রিল চট্টগ্রামের কর্ণফুলীর দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির এবং দুর্ঘটনার কবলে পড়া সিএনজির ছবি যুক্ত করে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img