মাদারীপুরে অস্ত্র উদ্ধার ও গ্রেফতারের ঘটনায় এনসিপিকে জড়িয়ে ঢাকা পোস্টের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি ‘বিপুল পরিমাণে দেশি ও বিদেশি অস্ত্রসহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির ৬ নেতা আটক যৌথ বাহিনীর অভিযানে’ শিরোনামে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে দেশী-বিদেশী অস্ত্র উদ্ধার ও ৬ জনকে গ্রেফতারের ঘটনায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) জড়িয়ে ঢাকা পোস্ট এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। মূলত, গত ২৫ জুলাই মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনসি গ্রামে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার ও ৬ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে একজন মাদারীপুর সদর উপজেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়কারী তুষার সব্যসাচীর বাবা মিলন সব্যসাচী ওরফে মিলন মাতুব্বর।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে ঢাকা পোস্টের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ২৫ জুলাই, ২০২৫ উল্লেখ করা হয়েছে। উক্ত তথ্যাবলীর সূত্র ধরে ঢাকা পোস্টের  ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, ঢাকা পোস্টের ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, ঢাকা পোস্টের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

ঢাকা পোস্ট ব্যতীত অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷ তবে, ঢাকা পোস্টের ওয়েবসাইটে গত ২৫ জুলাই ‘যৌথবাহিনীর অভিযানে আটক ৬’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত ছবির সাথে আলোচিত ফটোকার্ডে যুক্ত ছবিটির মিল রয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়, মাদারীপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল, কাটা রাইফেল ও এয়ারগানসহ বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত ২৫ জুলাই ভোররাত থেকে সকাল ১০টা পর্যন্ত মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনসি গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

এ সময় মাদারীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ও সদর উপজেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়কারী তুষার সব্যসাচীর বাবা মিলন সব্যসাচী ওরফে মিলন মাতুব্বরকে আটক করেছে সেনাবাহিনী। তিনি ওই গ্রামের মৃত আ. করিম সব্যচারীর ছেলে। মিলন মাতুব্বর সাবেক নৌপরিবহন মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খানের ঘনিষ্ঠ লোক বলেও প্রতিবেদনে দাবি করা হয়।

একইসঙ্গে আরও তিন নারীসহ পাঁচজনকে আটক করা হয়। তারা হলেন—সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনসি গ্রামের শাহ আলম মাতুব্বরের ছেলে কামাল মাতুব্বর (৫৩) ও মনু মাতুব্বর (৫০), কালাম মাতুব্বরের স্ত্রী লাকি বেগম (৪৫), মফিজ মাতুব্বরের স্ত্রী পারুল বেগম (৪৫) ও শিহাব মাতুব্বরের স্ত্রী খাদিজা বেগম (২৩)।

এ বিষয়ে ২৫ জুলাই দুপুরে মাদারীপুর সেনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের সঙ্গে সমন্বয়ে ঘুনসী এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করেন সেনা সদস্যরা। এ অভিযানে একই বংশের ৭টি বাড়িতে তল্লাশি চালানো হয়। বাড়িতে  অবৈধ অস্ত্র রাখার অপরাধে তিন নারীসহ ছয়জনকে আটক করেন সেনাবাহিনীর সদস্যরা। পরে উদ্ধারকৃত বিদেশি ও দেশীয় অস্ত্রসহ আটককৃতদের সদর মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে মাদারীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ও সদর উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বকারী তুষার সব্যসাচী বলেন, বাড়িতে নির্মাণকাজ চলায় গত এক সপ্তাহ ধরে আমার বাবা প্রতিবেশী এক চাচার বাড়িতে রাতে আশ্রয় নিতেন। ওই বাড়িতে অভিযান চালান সেনা সদস্যরা। এ সময় আমার বাবাকেও আটক করেন তারা। কিন্তু আমার বাবা ও আমি এসব অস্ত্র মজুদের বিষয়ে কিছুই জানি না। আমরা কোনো অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই। আমার বাড়িতে সেনাবাহিনীর কোনো অভিযানও হয়নি।

এই বিষয়ে মূলধারার গণমাধ্যম প্রথম আলোর  ইউটিউব চ্যানেলে ২৫ জুলাই ‘মাদারীপুরে বিদেশি অস্ত্র-রাইফেল উদ্ধার’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে একই চিত্র ও তথ্য পাওয়া যায়। 

সুতরাং, ‘বিপুল পরিমাণে দেশি ও বিদেশি অস্ত্রসহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির ৬ নেতা আটক যৌথ বাহিনীর অভিযানে’ শিরোনামে ঢাকা পোস্টের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img