সম্প্রতি, কুমিল্লার বাদল চন্দ্র শীল তার স্ত্রীর সম্মান রক্ষার্থে চাপে পড়ে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন – এই দাবিতে তিনজনের ছবিসহ একটি হলফনামার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
‘Voice of Bangladeshi Hindus’ নামক এক্স অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, ‘বাংলাদেশে বসবাস করতে হলে আপনাকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হতে হবে। কুমিল্লার বাদল চন্দ্র শীল তার স্ত্রীর সম্মান রক্ষার্থে চাপে পড়ে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন’
‘Pakistan Untold’ নামক এক্স অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, ‘আমার স্ত্রী ও সন্তানের জীবন বাঁচাতে, আমাকে জোর করে ইসলামে ধর্মান্তরিত হতে এবং আমার ধর্ম ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল…। ইসলামপন্থীদের চাপে বাংলাদেশি হিন্দু বাদল চন্দ্র শীল তার সমগ্র হিন্দু পরিবারসহ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন’
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কুমিল্লার বাদল চন্দ্র শীল তার স্ত্রীর সম্মান রক্ষার্থে চাপে পড়ে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দাবিটি সত্য নয়। বরং, ২০২১ সালে বাদল চন্দ্রশীল, তাঁর স্ত্রী শীপ্রা রানী শীল, ছেলে অর্ক চন্দ্র শীল স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করার ঘটনাকে সম্প্রতি আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে কুমিল্লার স্থানীয় অনলাইন সংবাদ মাধ্যম ডেইলি কুমিল্লা নিউজ -এর ওয়েবসাইটে ২০২১ সালের ২৯ এপ্রিল ‘কুমিল্লা বুড়িচংয়ে একই পরিবারের ৩ জনের ইসলাম ধর্ম গ্রহন’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রাতিবেদনে ব্যবহৃত ফিচার ইমেজের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল রয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়, ‘কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউয়িনের মোকাম গ্রামে একই পরিবারের ৩ সদস্য হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বুধবার (২০২১ সালের ২৮ এপ্রিল) কুমিল্লার বিজ্ঞ রোটারী কার্যালয়ে উপস্থিত হয়ে হলফনামার মাধ্যমে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তাঁরা। তাঁদের পূর্বের নাম ছিলো বাদল চন্দ্রশীল, তাঁর স্ত্রী শীপ্রা রানী শীল, ছেলে অর্ক চন্দ্র শীল। বর্তমান নাম রাখা হয়েছে মোঃ আল আমিন, জান্নাতুল ফেরদৌস, মেহেদী হাসান। ইসলাম ধর্ম গ্রহন শেষে মোঃ আল-আমিন বলেন, ইসলাম শান্তির ধর্ম, আর এ ধর্মে রয়েছে মানুষের জন্য কল্যাণকর জীবন ব্যবস্থা। এমন আত্ম-উপলব্ধি থেকে পবিত্র মাহে রমজানে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। পবিত্র মাহে রমজানে একই পরিবারের ৩ সদস্য সেচ্ছায় ইসলাম ধর্মগ্রহণ করায় ধর্মপ্রাণ মুসল্লিরা সু-স্বাগতম জানিয়েছে।’
পরবর্তীতে, উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে স্থানীয় পত্রিকা ‘কুমিল্লার কাগজ’ এর ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
এছাড়া, জাতীয় গণমাধ্যম ইউএনবি, বাংলাদেশ প্রতিদিন, নিউজ ২৪ -এর ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
অর্থাৎ, কুমিল্লায় বাদল চন্দ্র শীল ও তার পরিবারের আরও দুই সদস্যের ইসলাম ধর্ম গ্রহণের এই ঘটনাটি পুরোনো। সেই সময় তারা স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের সাথে কোনো হুমকি বা জোরজবরদস্তি ছিল না।
সুতরাং, কুমিল্লায় ২০২১ সালে একই পরিবারের তিন ব্যক্তির স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করার ঘটনাকে সম্প্রতি কুমিল্লার বাদল চন্দ্র শীল তার স্ত্রীর সম্মান রক্ষার্থে চাপে পড়ে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Daily Cumilla News : কুমিল্লা বুড়িচংয়ে একই পরিবারের ৩ জনের ইসলাম ধর্ম গ্রহন
- Comillar Kagoj : বুড়িচংয়ে একই পরিবারের ৩ জনের ইসলাম ধর্ম গ্রহণ
- UNB : কুমিল্লায় একই পরিবারের ৩ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ
- Bangladesh Pratidin : কুমিল্লায় একই পরিবারের তিন সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ
- News24 : কুমিল্লায় একই পরিবারের তিন সদস্যের ইসলাম গ্রহণ