গত ২১ জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী, অভিভাবকদের পাশাপাশি বিমানটির পাইলট লেফটেন্যান্ট তৌকির ইসলাম ওরফে সাগরও নিহত হন। এরই প্রেক্ষিতে, “যারা ২০০+ বাচ্চার খুনিকে জাতীয় হিরো বানানোর জন্য আদাজল খেয়ে ফেসবুকে শ্রম দিচ্ছে এই ভিডিও তাদের জন্য। প্লেন যে উচ্চতায় ছিল সেই উচ্চতায় থাকা অবস্থায়ও সে টার্ন নেওয়ার চেষ্টা না করে হাল ছেড়ে দিয়ে ইজেক্ট হয়ে গেছে নিজে বাঁচার জন্য! এটি পরিকল্পিত হত্যা*কান্ড। #KillerYunus #StepDownFescistYounus #standwithmilestonestudents” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি মাইলস্টোনে বিধ্বস্ত বিমানের পাইলট তৌকিরের ইজেক্ট করার দৃশ্যের নয় বরং, এটি মিশিগানের এয়ার শো চলাকালে বিমান দুর্ঘটনার ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে ‘MLive’ নামক একটি ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৪ আগস্ট ‘Crew ejects before plane crash at Michigan air show #planecrash #michigan #ypsilanti’ শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।

উক্ত ভিডিওর বিবরণী থেকে জানা যায়, ২০২৩ সালের ১৩ আগস্ট (রোববার), মিশিগানের ইপসিল্যান্টিতে অনুষ্ঠিত ‘থান্ডার ওভার মিশিগান’ এয়ার শো চলাকালে একটি MiG-23 প্রদর্শনী বিমানের দুর্ঘটনা ঘটে।
উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে আলোচিত ভিডিওর বিষয়ের আন্তর্জাতিক গণমাধ্যম ‘BBC’ এর ওয়েবসাইটে ২০২৩ সালের ১৪ আগস্ট “Michigan air show: MiG-23 jet crashes moments after two occupants eject” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালের ১৩ আগস্ট মিশিগানে ‘থান্ডার ওভার মিশিগান’ এয়ার শো চলাকালে একটি সোভিয়েত যুগের যুদ্ধবিমান MiG-23 ভেঙে পড়ে। ক্র্যাশের ঠিক আগেই পাইলট ও যাত্রী প্যারাশুটে নিরাপদে অবতরণ করেন। বিমানটি বেলভিলের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের পার্কিং লটে ফাঁকা গাড়ির ওপর পড়ে এবং এরপর তা জ্বলন্ত আগুনে রূপ নেয়।
এ বিষয়ে সেসময় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম একই তথ্যসংবলিত সংবাদ (১,২,৩) প্রচার করে।
সুতরাং, মিশিগানের এয়ার শো চলাকালে বিমান দুর্ঘটনার ভিডিওকে মাইলস্টোনে বিধ্বস্ত বিমানের পাইলট তৌকিরের ইজেক্ট করার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।