গত ২১ জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান প্রশিক্ষণকালে বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। এছাড়াও এঘটনায় আহত ও দগ্ধ হয়েছে প্রায় শতাধিক, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী। এরই প্রেক্ষিতে সম্প্রতি, বিমান দুর্ঘটনার পূর্বে সকালে স্কুলটির ওই ক্লাসরুমে ধারণ করা একটি ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ক্লিপ প্রচার করা হয়েছে। যাতে একটি শ্রেণীকক্ষে শিশু শিক্ষার্থীদের শিক্ষকের সাথে নাচতে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শিশুদের নাচের আলোচিত ভিডিওটি বিমান দুর্ঘটনার আগে মাইলস্টোন স্কুলের শ্রেণীকক্ষে ধারণ করা নয়। প্রকৃতপক্ষে, ভারতের একটি স্কুলের শিশু শিক্ষার্থীদের নাচের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে এর কয়েকটি কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে Amit Thakur Sidhu নামের একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ২৬ জুন প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনার মাধ্যমে দেখা যায়, মাইলস্টোনের শিশু শিক্ষার্থীদের নাচের ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওটির সাথে উক্ত ভিডিওর হুবহু মিল রয়েছে। ভিডিওটির ভারতীয় ভাষার ক্যাপশন এবং #himachal শীর্ষক হ্যাশট্যাগ দেখে ধারণা করা যায় ভিডিওটি ভারতের কোনো স্কুলের।
পরবর্তীতে উক্ত ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে একই স্কুলের পোশাক পরিহিত শিক্ষার্থীদের একাধিক নাচের ভিডিও অ্যাকাউন্টটিতে দেখতে পাওয়া যায়। প্রতিটি ভিডিওতেই একই ব্যক্তিকে নির্দেশনা দিতে দেখা যায়। এমন কয়েকটি ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে।
ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি পর্যালোচনার মাধ্যমে দেখা যায়, এটি পরিচালনাকারী অমিত ঠাকুর সিধু একজন নৃত্যশিল্পী এবং স্কুলের ভিডিওগুলোতে শিক্ষার্থীদের তিনিই নাচের নির্দেশনা দিচ্ছেন। এছাড়াও জানা যায়, সিধু ভারতের হিমাচল প্রদেশের একজন নিবাসী।

তার প্রোফাইল পর্যালোচনা করে ওই স্কুলের শিক্ষার্থীদের নাচ শেখানোর বেশকিছু ভিডিও খুঁজে পাওয়া যায়।
সুতরাং, ভারতের একটি স্কুলের শিশু শিক্ষার্থীদের নাচের ভিডিওকে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার আগে ধারণ করা শিক্ষার্থীদের নাচের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Amit Thakur Sidhu Instagram Account Post
- Rumor Scanner’s Analysis