চাঁদপুরের মতলব উত্তর-দক্ষিণ উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের কমিটি বিলুপ্তির দাবিতে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রচার

সম্প্রতি, চাঁদপুর জেলার মতলব উত্তর-দক্ষিণ উপজেলা ও পৌরসভাসহ ছেংগারচর পৌরসভার বিএনপি এবং এর অঙ্গ সংগঠনগুলোর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে দাবিতে দলটির সিনিয়র মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, চাঁদপুরের মতলব উত্তর-দক্ষিণ উপজেলা, পৌরসভাসহ ছেংগারচর পৌরসভার বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে দাবিতে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া। বিএনপির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর নকল করে ভুয়া এই প্রেস বিজ্ঞপ্তিটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কথিত প্রেস বিজ্ঞপ্তিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি প্রকাশের তারিখ হিসেবে ২৫ জুলাই, ২০২৫ উল্লেখ করা হয়েছে। উক্ত তথ্যের সূত্র ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ফেসবুক পেজ ও মিডিয়া সেলের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এমন কোনো প্রেস বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি।

তবে, গত ২৫ জুলাই বিএনপির ফেসবুক পেজে প্রচারিত একটি প্রেস বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook 

উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে আলোচিত প্রেস বিজ্ঞপ্তির একটি ছবি যুক্ত করে বলা হয়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে মতলব উত্তর-দক্ষিণ উপজেলা, পৌরসভা ও ছেংগারচর পৌরসভার বিএনপি এবং এর অঙ্গ সংগঠনগুলোর কমিটি বিলুপ্তি প্রেস বিজ্ঞপ্তিটি তৈরি করা হয়েছে। এছাড়াও বলা হয়, বিএনপি’র দফতর থেকে গণমাধ্যমে এমন কোনো বিজ্ঞপ্তি পাঠানো হয়নি। ফেসবুকে পোষ্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। এই ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধও জানানো হয় বিজ্ঞপ্তিটির মাধ্যমে।

সুতরাং, চাঁদপুরের মতলব উত্তর-দক্ষিণ উপজেলা, পৌরসভাসহ ছেংগারচর পৌরসভার বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর কমিটি বিলুপ্তি ঘোষণার দাবিতে বিএনপির নামে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Bangladesh Nationalist Party-BNP Facebook Post

আরও পড়ুন

spot_img