গোপালগঞ্জে গণহত্যার অভিযোগ এনে এর প্রতিবাদে গতকাল (২০ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বাত্মক হরতাল আহ্বান করেছিল আওয়ামী লীগের চার সংগঠন – যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এ প্রেক্ষিতে, ‘সাবাস বীর বাঙালি। ২০ শে জুলাই ২০২৫ হরতাল। গণতান্ত্রিক লড়াই। জয় বাংলা’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটিতে দেখা যায়, সেনাবাহিনীর ০৩১৯০৬ নম্বর যুক্ত একটি গাড়ির সামনে কয়েকজন ব্যক্তির শুয়ে পড়েছেন।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সেনাবাহিনীর গাড়ির সামনে শুয়ে পড়ার দৃশ্যটি গতকালের (২০ জুলাই) নয়। প্রকৃতপক্ষে, এটি গত মে মাসে জাতীয় প্রেস ক্লাবের সামনে দফা দাবি আদায়ে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের আন্দোলনের ঘটনার ভিডিও।
অনুসন্ধানে অনলাইন ভিত্তিক গণমাধ্যম বাংলাদেশ টাইমস এর ইউটিউব চ্যানেলে গত ১৮ মে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওতে থাকা গাড়ির নম্বর এবং আশেপাশের দৃশ্যের সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, সেনাবাহিনীর গাড়ির সামনে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের শুয়ে পড়ার দৃশ্য এটি। এছাড়া, সাংবাদিককেও একই কথা বলতে শোনা যায়।
উক্ত সূত্র ধরে অনুসন্ধানে জাগো নিউজের ওয়েবসাইটে গত ১৮ মে “কর্মকর্তাদের গাড়ির সামনে শুয়ে পড়লেন চাকরিচ্যুত সেনা সদস্যরা” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত ছবির সাথেও আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।
Image: Jagonews Website
জাগো নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, চার দফা দাবি আদায়ে আন্দোলন করছেন সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুত সদস্যরা। এর অংশ হিসেবে গত ১৮ মে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে তাদের বৈঠক হয় সেনা কর্মকর্তাদের সঙ্গে। তবে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় তারা কর্মকর্তাদের গাড়ি আটকে গাড়ির সামনে শুয়ে পড়েন।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি গতকালের (২০ জুলাই) নয়।
সুতরাং, গত ১৮ মে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের চার দফা আন্দোলনের অংশ হিসেবে সেনাবাহিনীর গাড়ির সামনে শুয়ে পড়ার দৃশ্যকে আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে সেনাবাহিনীর গাড়ির সামনে শুয়ে পড়ার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Bangladesh Times- Youtube Video
- Jagonews- কর্মকর্তাদের গাড়ির সামনে শুয়ে পড়লেন চাকরিচ্যুত সেনা সদস্যরা