রবিবার, জুলাই 20, 2025

হরতাল সমর্থনে রেলপথে গাছ ফেলে ছাত্রলীগের অবরোধ দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ছবি প্রচার

গোপালগঞ্জে গনহত্যার অভিযোগ এনে এর প্রতিবাদে আজ (২০ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বাত্মক হরতাল আহ্বান করেছে আওয়ামী লীগের চার সংগঠন – যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এ প্রেক্ষিতে, হরতালের সমর্থনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ রেললাইন অবরোধ করেছে দাবিতে একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে, যেখানে রেললাইনের ওপর একটি গাছ পড়ে থাকতে দেখা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে।  

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি আজ (২০ জুলাই) ছাত্রলীগের হরতাল পালনের দৃশ্যের নয়; বরং, এটি গত ১৮ জুন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় রেললাইনের ওপর গাছ ভেঙে পড়ার পুরোনো ছবি।

এই বিষয়ে অনুসন্ধানে ‘Majedul Islam Antor’ নামের একটি ফেসবুক প্রোফাইলে ১৮ জুন হুবহু একই ছবি খুঁজে পাওয়া যায়। পোস্টে দাবি করা হয়, চট্টগ্রাম-ঢাকা রেল সেকশনের বাড়বকুণ্ড রেলগেইটের পাশে একটি বড় জামগাছ ভেঙে পড়ে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।

Comparison: Rumor Scanner.

একই দিন রেলসংক্রান্ত আরও কয়েকটি ফেসবুক পেজ ও গ্রুপেও ছবিটি একই দাবিতে পোস্ট (,,) করা হয়।

পরবর্তীতে, ‘Mamunur Rashid Mahin’ নামের আরেক ফেসবুক প্রোফাইলে একই ঘটনার আরও কিছু ছবি পাওয়া যায়। সেখানে জানানো হয়, সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনের ওপর বিশাল গাছ ভেঙে পড়েছে, এবং স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চলছে।

অর্থাৎ, ছবিটি এক মাসেরও বেশি পুরোনো এবং এর সঙ্গে আজ (২০ জুলাই) আওয়ামী লীগের চার সংগঠনের ডাকা হরতালের কোনো যোগসূত্র নেই।

সুতরাং, গত ১৮ জুন সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনের ওপর গাছ ভেঙে পড়ার একটি ছবি  আজ (২০ জুলাই) ছাত্রলীগের হরতাল পালনের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img