সম্প্রতি, ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ওপর জনগণের আক্রমণের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গাড়ি বহরে হামলার এই ভিডিওটি বাংলাদেশের নয়। বরং, গত জুন মাসে কেনিয়ায় একটি আন্দোলনের দৃশ্যকে ফরিদপুরে জনগণ এনসিপি নেতাদের আক্রমণ করেছে দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে ‘Kampala Reports’ নামক ফেসবুক পেজে গত ২৬ জুন তারিখে “This only happens in Kenya” শিরোনামে প্রকাশিত ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

উল্লিখিত পোস্ট থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে কেনিয়ার সংবাদমাধ্যম ‘The Standard’ এর ওয়েবসাইটে গত ২৬ জুনে “Gen Z protesters paralyse Thika Road in city march” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৫ সালের ২৫ জুন, কেনিয়ার কিয়াম্বু কাউন্টির থিকা এলাকা থেকে শুরু হওয়া জেন জেড তরুণদের বিক্ষোভ মিছিল পুলিশের সঙ্গে সংঘর্ষ ও সহিংসতায় রূপ নেয়। যার ফলে মহাসড়ক অবরোধ, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
এছাড়া, হামলা হওয়া ঐ স্থান সম্পর্কে অধিকতর নিশ্চিতে গুগল ম্যাপস এ অনুসন্ধান করে জানা যায় এটি কেনিয়ার কিয়াম্বু কাউন্টির থিকা এলাকা।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি ফরিদপুরের জনগণ কর্তৃক এনসিপি নেতাদের আক্রমণ কিংবা বাংলাদেশে কোনো স্থানে হামলার দৃশ্যের নয়।
সুতরাং, গত জুন মাসে কেনিয়ায় একটি আন্দোলনের দৃশ্যকে ফরিদপুরে জনগণ এনসিপি নেতাদের গাড়িবহরে আক্রমণ করেছে দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Kampala Reports: Facebook Video
- The Standard: Gen Z protesters paralyse Thika Road in city march
- Google Maps: Location