১৩ কোটি গ্রাহক পূর্তি উপলক্ষে বিকাশের পক্ষ থেকে সবাইকে ১৩০০ টাকা বোনাস দেওয়ার বিষয়টি গুজব

সম্প্রতি, “বিকাশের ১৩ কোটি গ্রাহক পূর্তি উপলক্ষে সবাই পাচ্ছেন ১৩০০ টাকা বোনাস একদম ফ্রি! যাদের বিকাশ আছে তারা সবাই পাবেন এই বোনাস!” শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এছাড়া, মেটা এড লাইব্রেরিতে অনুসন্ধান করলে দেখা যায়, এই প্রতিবেদনটি প্রকাশ হওয়ার মূহুর্তে আলোচিত দাবিতে প্রায় ৫৬০টি এড বা বিজ্ঞাপন চলমান আছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ১৩ কোটি গ্রাহক পূর্তি উপলক্ষে বিকাশের পক্ষ থেকে সবাইকে ১৩০০ টাকা বোনাস দেওয়ার কোনো ঘোষণা দেওয়া হয়নি বরং, ভুয়া ওয়েবসাইট তৈরি করে প্রতারণার উদ্দেশ্যে বোনাসের এই প্রলোভন দেখানো হচ্ছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত পোস্টগুলোতে থাকা ওয়েবসাইট লিংকে প্রবেশ করে রিউমর স্ক্যানার টিম। ওয়েবসাইটটিতে প্রবেশ করলে উপরে বিকাশের লোগো এবং “১৩ কোটি গ্রাহক পূর্তি উপলক্ষে বিশেষ বোনাস | বিকাশের অসাধারণ মাইলফলক উদ্‌যাপনে প্রতি গ্রাহক পাচ্ছেন ১৩০০ টাকা ফ্রি বোনাস—অ্যাকাউন্ট ভেরিফিকেশন বা কোনও চার্জ ছাড়াই!” শীর্ষক একটি লেখা পাওয়া যায়। এরপর অফারের বিস্তারিত অংশে বলা হয়, “অফারটি শুধুমাত্র বৈধ ও সক্রিয় বিকাশ অ্যাকাউন্টধারীদের জন্য। প্রতি মোবাইল নম্বর-এ একবারই ১৩০০ টাকা যুক্ত হবে “বোনাস ব্যালেন্স” হিসেবে। বোনাস ক্লেইম করার পর সর্বোচ্চ ২৪ ঘন্টা মধ্যে টাকা জমা হবে। এই বোনাস দিয়ে সেন্ড মানি, মোবাইল রিচার্জ ও বিল পেমেন্ট করা যাবে। অভিযুক্ত বা সন্দেহজনক লেনদেন মিললে বিকাশ যে কোনও সময় অফার স্থগিত করতে পারে।”

Screenshot: Scamming website

অফারটির বিস্তারিত অংশের খানিকটা ওপরে ‘বোনাস পেতে ক্লিক করুন’ নামক একটি শব্দগুচ্ছ হাইপারলিঙ্কড হিসেবে থাকতে দেখা যায়। উক্ত ওয়েবপেজের আরেকটু নিচে স্ক্রল করলে ‘ব্যবহারকারীদের মন্তব্য’ দাবিতে একাধিক ব্যক্তির মন্তব্য দেখতে পাওয়া যায় যারা টাকা পেয়েছেন বলে স্বীকার করছেন।

Screenshot : Scamming website

‘বোনাস পেতে ক্লিক করুন’ নামক হাইপারলিঙ্কড শব্দগুচ্ছে ক্লিক করলে এটি আরেকটি নতুন পেজে নিয়ে যায়। উক্ত পেজটিতে বলা হয়, “অভিনন্দন প্রিয় গ্রাহক! সঠিক তথ্য দিয়ে নিচের ফরমটি পূরণ করুন। আপনি যে বিকাশে টাকা উত্তোলন করতে চান সেই বিকাশ নম্বরটি অবশ্যই সচল থাকতে হবে, ভেরিফিকেশনের জন্য আপনার বিকাশ নম্বরে কোড পাঠানো হবে।” এরপর বিকাশ নম্বর এবং পিন চাওয়া হয়৷ এ পর্যায়ে নিজের বিকাশ নাম্বার, তবে ভুল পিন দিলে এটি নতুন আরেকটি পেজে নিয়ে যায়।

Screenshot : Bkash payment page, redirected from Scamming website

উক্ত নতুন পেজটিতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করে রিউমর স্ক্যানার টিম। নতুন পেজের ইন্টারফেসটি হুবহু বিকাশে পেমেন্ট করার ইন্টারফেসের মতো। তাছাড়া, দাবি অনুসারে রিউমর স্ক্যানারের অনুসন্ধানকারীর ১,৩০০ টাকা পাওয়ার কথা থাকলেও নতুন ইন্টারফেসটি হচ্ছে কাউকে টাকা পেমেন্ট করার ইন্টারফেস। অধিকন্তু, এখানে পেমেন্ট গেটওয়ের জায়গায় বিকাশ কর্তৃপক্ষের কোনো কিছুর বদলে “Rubel Telecom” নামটি দেখা যায়৷

Screenshot : Bkash payment page, redirected from Scamming website

এরপর নাম্বার কনফার্ম করলে ওটিপি আসে এবং ওটিপি চাওয়া হয়। কিন্তু, নিরাপত্তার কথা মাথায় রেখে রিউমর স্ক্যানারের অনুসন্ধানকারী এর পরবর্তী ধাপ সম্পন্ন করেন নি। 

পরবর্তী অনুসন্ধানে, ১৩ কোটি গ্রাহক পূর্তি উপলক্ষে বিকাশের পক্ষ থেকে সবাইকে ১৩০০ টাকা বোনাস দেওয়ার কোনো ঘোষণা বিকাশ দিয়েছে কিনা সে বিষয়ে অনুসন্ধান করতে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করলে বিকাশের ওয়েবসাইট, বিকাশের ফেসবুক পেজ বা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবিটির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, ১৩ কোটি গ্রাহক পূর্তি উপলক্ষে বিকাশের পক্ষ থেকে সবাইকে ১৩০০ টাকা বোনাস দিচ্ছে বিকাশ শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img