বিরাট কোহলি ও মেয়ে ভামিকার নামে এআই দিয়ে বানানো ভুয়া ছবি ভাইরাল

সম্প্রতি বিরাট কোহলি ও তার মেয়ে ভামিকার একসঙ্গে থাকার দাবিতে তিনটি ছবি নিয়ে তৈরি একটি কোলাজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, এটি তাদের আসল ছবি।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে
ইনস্টাগ্রামে প্রচারিত একই দাবি দেখুন: এখানে

টিকটকে প্রচারিত দাবি দেখুন: এখানে

থ্রেডসে প্রচারিত দাবি দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিগুলো বাস্তব নয়; বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে এগুলো তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ছবিগুলো পর্যবেক্ষণ করে একটি অসংগতি শনাক্ত করেছে রিউমর স্ক্যানার টিম। তিনটি ছবির মধ্যে প্রথম ছবিতে ভামিকার চেহারা বাকি দুটি ছবির চেহারা থেকে আলাদা।

এছাড়া, বিশ্বস্ত কোনো উৎসেও কোহলি ও তার কন্যার এমন কোনো ছবির অস্তিত্ব পাওয়া যায়নি। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুসারে, বিরাট কোহলি ও আনুশকা শর্মা তাদের সন্তানদের নিরাপত্তা ও গোপনীয়তার কথা বিবেচনা করে এখনো মেয়ে ভামিকা ও ছেলে আকায়-এর কোনো ছবি বা চেহারা প্রকাশ করেননি।

পরবর্তীতে ছবিগুলো ‘সাইটইঞ্জিন’ ও ‘হাইভ মোডারেশন’ নামের দুটি এআই কনটেন্ট শনাক্তকারী ওয়েবসাইটে যাচাই করে দেখা হয়। উভয় ওয়েবসাইটের বিশ্লেষণে দেখা যায়, ছবিগুলো এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ।

Screenshot: Sightengine. 
Screenshot: Hive Moderation. 

সুতরাং, এআই দিয়ে তৈরি ছবিকে বিরাট কোহলি ও তার কন্যা ভামিকার আসল ছবি দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img