সম্প্রতি, “A new project for the citizens of Bangladesh” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
যেখানে দাবি করা হচ্ছে, সরকার একটি বিনিয়োগ প্লাটফর্ম চালু করেছে যেখানে একজন নাগরিক প্রতি সপ্তাহে ৩ লক্ষ ৭০ হাজার টাকা আয় করতে পারবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ বিষয়ে সাক্ষাৎকার দিচ্ছেন। এছাড়া ভিডিওটিতে আরো দাবি করা হয়েছে, মাত্র ৩০৫০০ টাকা বিনিয়োগ করলেই সপ্তাহে ৩ লক্ষ ৭০ হাজার টাকা আয় করার নিশ্চয়তা রয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সরকার একটি বিনিয়োগ প্লাটফর্ম চালু করেছে এবং সেখানে ৩০৫০০ টাকা থেকে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করা যাবে শীর্ষক দাবিটি ভিত্তিহীন। প্রকৃতপক্ষে, কাতার-ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাতে দেওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকারের ভিডিওকে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) প্রযুক্তির সহায়তায় বিকৃত করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটি থেকে প্রাপ্ত স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে আল জাজিরার ইউটিউব (ইংরেজি) চ্যানেলে চলতি বছরের ২৭ এপ্রিল “Bangladesh’s future: Change or Elite reshuffle? Muhammad Yunus answers” শিরোনামে প্রকাশিত ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত সাক্ষাৎকারে ড. মুহাম্মদ ইউনূসকে এরূপ বিনিয়োগ উদ্যোগের বিষয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি।

২৮ মিনিট ১৫ সেকেন্ড সময়ের উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যাবলীর ভিজুয়াল সাদৃশ্যতা থাকলেও অডিওর (ভয়েস) সঙ্গে অসঙ্গতি লক্ষ্য করা যায়।
এছাড়া, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ড. মুহাম্মদ ইউনূসের কন্ঠস্বর, ঠোঁটের অস্বাভাবিক নড়াচড়া এবং স্বাভাবিক উপস্হাপনে কিছুটা অমিল দেখতে পাওয়া যায়, যেটা আসল সাক্ষাৎকারে পরিলক্ষিত হয়নি।
পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দেশীয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে অনুসন্ধানেও সরকারের এরূপ বিনিয়োগ উদ্যোগের বিষয়ে কোনো তথ্যের সন্ধান পাওয়া যায়নি।
বিষয়টি অধিকতর নিশ্চিতের জন্য আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির ভয়েস এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম হাইভ মডারেশনে অডিওটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৮ শতাংশ। পাশাপাশি, ডিপফেক শনাক্তকরণ টুল ‘ডিপফেক-ও-মিটার’-এর একটি মডেলের বিশ্লেষণে দেখা গেছে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।
Image Collage by Rumor Scanner
সুতরাং, এআই দিয়ে তৈরি করা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎকারের সম্পাদিত ভিডিওকে সরকার একটি বিনিয়োগ প্লাটফর্ম চালু করেছে দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
তথ্যসূত্র
- Al Jazeera English: YouTube Video
- Hive Moderation Tool
- DeepFake-O-Meter
- Rumor Scanner’s analysis