সম্প্রতি, ‘যাদের নির্বাচিত হওয়ার ফিটনেস নেই, তারাই পিআর পদ্ধতি চায়’ শীর্ষক মন্তব্যটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান করেছেন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘যাদের নির্বাচিত হওয়ার ফিটনেস নেই, তারাই পিআর পদ্ধতি চায়’ শীর্ষক মন্তব্যটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নয় বরং, সম্প্রতি একটি টকশোতে এমন মন্তব্য করেছেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান।
অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গত ২৯ জুন কালের কণ্ঠের ওয়েবসাইটে “যাদের নির্বাচিত হওয়ার ফিটনেস নেই, তারাই পিআর পদ্ধতি চায় : তারেক রহমান”- শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি একটি টক শোতে অংশ নিয়ে আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান বলেন, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাদের দেশের কোনো এলাকায় নির্বাচিত হওয়ার ফিটনেস নেই।
তারেক রহমান বলেন, ‘ভোটে নির্বাচিত হওয়ার ফিটনেস না থাকায় তারা সারা দেশের ভোটকে একত্রিত করে সংসদে যেতে চান। তারা সমন্বিত গড়কে সামনে আনতে চান।’
তিনি বলেন, ‘পিআর পদ্ধিতিতে নির্বাচন হলে সবচেয়ে লাভবান হবে আওয়ামী লীগ। দলটি যদি ২০ শতাংশ ভোটও পায় তাহলে ৬০ জন এমপি তাদের ভাগে পড়বে। কিন্তু পিআর পদ্ধতি যদি না হয় তাহলে তারা হয়তো একজন এমপিও নির্বাচিত করতে পারবেন না।’
তিনি আরও বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে না। প্রতিনিধি নির্বাচন করবে দলের হাই কমান্ড। এতে অর্থ লেনদেনের মাধ্যমে অনেকের সংসদে যাওয়ার সুযোগ তৈরি হবে। এমপি পদ বিক্রি করে দলের সভাপতি-সম্পাদক রাতারাতি অঢেল সম্পদের মালিক বনে যাবেন।’
তারেক রহমান বলেন, ‘পিআর পদ্ধতিতে একজন খারাপ প্রার্থীকে বয়কট করার সুযোগ জনগণের থাকবে না। এভাবে উল্টো অযোগ্যদের জনপ্রতিনিধি হিসেবে জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে।’
উক্ত সূত্র ধরে অনুসন্ধানে গত ২৮ জুন ফেস দ্যা পিপল নামক একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত একটি লাইভ টকশো খুঁজে পাওয়া যায়। ০১ ঘন্টা ০৯ মিনিটের উক্ত টকশোর প্রথম তিন মিনিটে তারেক রহমানকে উক্ত মন্তব্যটি করতে শোনা যায়।
এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ, প্রচারিত মন্তব্যটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নয়।
উল্লেখ্য, ১ জুলাই বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনলাইনে যুক্ত হয়ে দেওয়া বক্তব্যে বলেছেন, ‘কোনো কোনো দল সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার দাবি তুলেছেন। বিশ্বের কোনো কোনো দেশে সংখ্যানুপাতিক নির্বাচনী বিধান রয়েছে। তবে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায়, ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা কতটুকু উপযোগী, বা উপযোগী কিনা ভেবে দেখার জন্য অনুরোধ রাখব।’ তিনি বলেন, ‘আমি মনে করি, নিত্যনতুন ইস্যু যদি আমরা সামনে নিয়ে আসতে থাকি, এর সুযোগে ষড়যন্ত্রকারীরা আবারও মাথাচাড়া দেওয়ার সুযোগ পাবে।’
সুতরাং, আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমানের ‘যাদের নির্বাচিত হওয়ার ফিটনেস নেই, তারাই পিআর পদ্ধতি চায়’ শীর্ষক মন্তব্যকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মন্তব্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Kaler Kantho- যাদের নির্বাচিত হওয়ার ফিটনেস নেই, তারাই পিআর পদ্ধতি চায় : তারেক রহমান
- Face The People- Live Tolk Show
- Prothom Alo- নিত্যনতুন ইস্যু আনতে থাকলে ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে: তারেক রহমান