রবিবার, মে 25, 2025

বিএনপির বিষয়ে জামায়াতে ইসলামীর আমীরের মন্তব্য দাবিতে নিউজ২৪ এর সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, “নির্বাচনের আগে সংস্কার না হলে বিএনপি গভীর সংকটে পড়বে, সময় থাকতে ফিরে আসুন” শীর্ষক শিরোনামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর  ডা. শফিকুর রহমানের বক্তব্য দাবিতে দেশীয় মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম নিউজ ২৪ এর লোগো ও ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বিএনপির বিষয়ে ডা. শফিকুর রহমান আলোচিত মন্তব্যটি করেননি এবং উক্ত শিরোনামে নিউজ ২৪ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডা. শফিকুর রহমানের ভিন্ন মন্তব্য সম্বলিত নিউজ ২৪ এর একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে নিউজ ২৪ এর লোগো এবং এটি প্রকাশের তারিখ ২৪ মে, ২০২৫ উল্লেখ রয়েছে। 

পরবর্তীতে নিউজ ২৪ এর ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে দাবিটির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে, নিউজ ২৪ এর ফেসবুক পেজে গত ২৪ মে ‘আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভবঃ জামায়াত আমীর’ শীর্ষক তথ্য সম্বলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। 

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। নিউজ ২৪ এর মূল ফটোকার্ডটিতে ‘আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভবঃ জামায়াত আমীর’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘নির্বাচনের আগে সংস্কার না হলে বিএনপি গভীর সংকটে পড়বে, সময় থাকতে ফিরে আসুন: জামায়াত আমীর ’ শীর্ষক বাক্য লেখা হয়েছে। 

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে নিউজ ২৪ এর আসল ফটোকার্ড সম্পাদনা (এডিট) করে আলোচিত দাবিতে ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

মূল ফটোকার্ড সম্বলিত নিউজ ২৪ এর পোস্টে মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেশের চলমান রাজনৈতিক অনিশ্চয়তা নিরসনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি সর্বদলীয় সংলাপ আয়োজনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর  ডা. শফিকুর রহমান। 

এছাড়া, ২৪ মে রাত ৮টার দিকে ‘Bangladesh Jamaat-e-Islami’ এর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে আলোচিত দাবি সম্বলিত কোনো মন্তব্য জামায়াতে ইসলামীর আমীরকে করতে দেখা যায়নি। 

সুতরাং, ডা. শফিকুর রহমান ‘নির্বাচনের আগে সংস্কার না হলে বিএনপি গভীর সংকটে পড়বে, সময় থাকতে ফিরে আসুন’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে নিউজ ২৪ এর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img