রবিবার, মে 25, 2025

হাসনাত আবদুল্লাহ ও সজীব ওয়াজেদ জয়কে নিয়ে খালেদ মুহিউদ্দিনের টকশো দাবিতে সম্পাদিত ভিডিও প্রচার

সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে একত্রে নিয়ে সাংবাদিক খালেদ মুহিউদ্দিন একটি টকশো করেছেন দাবিতে একটি ভিডিও অনলাইনে প্রচার করা হয়েছে। উক্ত ভিডিওটিতে বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের ব্যবহার করা, আওয়ামী লীগের রাষ্ট্র পরিচালনাসহ একাধিক বিষয়ে হাসনাত আবদুল্লাহকে কথা বলতে দেখা যায়। তবে প্রচারিত উক্ত ভিডিওটিতে সজীব ওয়াজেদ জয়কে কোনো কথা বলতে দেখা যায়নি।

এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উপরোল্লিখিত ভিডিওটি প্রায় ১৪ লক্ষ বার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ ও সজীব ওয়াজেদ জয়কে নিয়ে খালেদ মুহিউদ্দিনের টকশো করার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ভিন্ন ভিন্ন দুটি টকশোর ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার টকশোর কথোপকথনের মধ্যে বেশ কিছু জায়গায় অসঙ্গতি লক্ষ্য করে। যা থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে, ভিডিওটি একাধিক টকশোর ফুটেজ যুক্ত করে তৈরি করা হয়েছে।

ভিডিও যাচাই ১

আলোচিত ভিডিওতে থাকা সজীব ওয়াজেদ জয়ের অংশটির বিষয়ে অনুসন্ধানে জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলে বাংলা বিভাগের ফেসবুক পেজে ২০২৪ সালের ৭ আগস্ট ‘এক্সক্লুসিভ: সজীব ওয়াজেদ জয়’ শীর্ষক শিরোনামে এবং “বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং শেখ হাসিনার অবস্থান নিয়ে ডয়চে ভেলের সঙ্গে কথা বলছেন সজীব ওয়াজেদ জয়” শীর্ষক ক্যাপশনে প্রচারিত একটি লাইভ টকশোর ভিডিও খুঁজে পাওয়া যায়।

Comparison : Rumor Scanner

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আরাফাতুল ইসলামের নেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ এবং শেখ হাসিনার অবস্থান নিয়ে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেন। যার সাথে আলোচিত ভিডিওর জয়ের পোশাক, বসার স্থান এবং পারিপার্শ্বিক অবস্থার মিল পাওয়া যায়।

অর্থাৎ, এ থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে উক্ত ভিডিওটি থেকে জয়ের অংশ কেটে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আলোচিত ভিডিওটিতে যুক্ত করা হয়েছে।

উল্লেখ্য যে, প্রচারিত উক্ত ভিডিওটিতে সজীব ওয়াজেদ জয়কে কোনো কথা বলতে দেখা যায়নি।

ভিডিও যাচাই ২

পরবর্তীতে হাসনাত আবদুল্লাহ ও খালেদ মুহিউদ্দীনের ফুটেজের বিষয়ে অনুসন্ধানে সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের টকশো ঠিকানায় খালেদ মুহিউদ্দীন এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৭ অক্টোবর প্রচারিত হাসনাত আবদুল্লাহর সাথে অনুষ্ঠিত টকশোর একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওতে থাকা হাসনাত আবদুল্লাহ এবং খালেদ মুহিউদ্দীনের ফুটেজের সাথে উক্ত টকশোর ভিডিওর বেশকিছু জায়গার হুবহু মিল রয়েছে। এছাড়াও তাদের পোশাকও উভয় ভিডিওতে একই।

Comparison : Rumor Scanner

এছাড়াও, উভয় ভিডিওতেই বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের ব্যবহার করা, আওয়ামী লীগের রাষ্ট্র পরিচালনাসহ একাধিক বিষয়েও কথার বেশকিছু জায়গায় হুবহু সাদৃশ্য পাওয়া যায়। অর্থাৎ, উক্ত টকশোর ভিডিওটি সম্পাদনার মাধ্যমে তাতে সজীব ওয়াজেদ জয়ের ভিন্ন একটি টকশোর ফুটেজ যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

এছাড়াও, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি প্রচার করা ‘রাজনৈতিক কথাবার্তা’ নামক উক্ত ইউটিউব চ্যানেলটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, চ্যানেলটিতে খালেদ মুহিউদ্দীনের টকশোর ফুটেজ ব্যবহার করে ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটির মত অনেক টকশো ভিডিও তৈরি করে প্রচার করা হয়েছে।

Screenshot : YouTube/রাজনৈতিক কথা বার্তা

সুতরাং, হাসনাত আবদুল্লাহ ও সজীব ওয়াজেদ জয়কে নিয়ে খালেদ মুহিউদ্দিনের লাইভ টকশো করার দাবিতে ইন্টারনেটে প্রচারিত ভিডিওটি সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img