সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়ে বিবেচনা করছেন বলে গুঞ্জন উঠেছে। এ পরিস্থিতিতে, তার পদত্যাগের ঘোষণা দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে, যেখানে তার কণ্ঠস্বরে এক ব্যক্তিকে ইংরেজিতে বলতে শোনা যায়: “I, Mohammed Yunus, the Chief Adviser of Bangladesh, hereby announce my resignation. I have just resigned from the interim government.”
যার বাংলা অনুবাদ: ‘আমি, মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে আমার পদত্যাগের ঘোষণা দিচ্ছি। আমি সদ্য অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করেছি।’

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ ঘোষণার আলোচিত ভিডিওটি আসল নয়। বরং, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তার কণ্ঠস্বর নকল করে তৈরি করা একটি ভুয়া অডিও, অন্য এক বক্তব্যের ভিডিওর ওপর বসিয়ে এটি বানানো হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ মে) বিভিন্ন সূত্রে দাবি করা হয়, ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগের কথা বিবেচনা করছেন। কিন্তু শনিবার (২৪ মে) একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না।
দাবিকৃত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে, বায়ান্ন টিভির ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ‘জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। উভয় ভিডিওর ব্যাকগ্রাউন্ড এবং ড. ইউনূসের পোশাকের সাদৃশ্য লক্ষ্য করা যায়। তবে, মূল ভিডিওর কোথাও ড. ইউনূসকে পদত্যাগের ঘোষণা দিতে শোনা যায়নি।
ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের লক্ষণ শনাক্ত হওয়ায়, রিউমর স্ক্যানার টিম এটি ডিপফেক শনাক্তকরণ টুল সেন্সিটিতে পরীক্ষা করেছে। টুলটি ভিডিওটিকে ‘সন্দেহজনক’ হিসেবে চিহ্নিত করেছে এবং অডিও অংশ ভুয়া হওয়ার সম্ভাবনা ৯২% বলে জানিয়েছে। বিশ্লেষণে, ভিডিওতে কৃত্রিমভাবে তৈরি কণ্ঠস্বরের ইঙ্গিত পাওয়া গেছে।

রিউমর স্ক্যানার টিমের পর্যবেক্ষণেও, ভিডিওতে বক্তব্যের সঙ্গে ঠোঁটের নড়াচড়ার অমিল দেখা গেছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের একটি সাধারণ লক্ষণ।
সুতরাং, ড. ইউনূসের একটি ভিন্ন বক্তব্যের ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া পদত্যাগের ঘোষণার অডিও যুক্ত করে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
Rumor Scanner’s analysis.
Bayanno TV: জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস | LIVE
Analysis by Sensity AI.