বৃহস্পতিবার, মে 22, 2025

২০১৯ সালে টেক্সাসে বাঁধ ভাঙার পুরোনো ভিডিও সাম্প্রতিক ভারতের বাঁধ ভেঙ্গে পাকিস্তানে পানি যাচ্ছে দাবিতে প্রচার 

সম্প্রতি ‘পাকিস্তানকে পানি দেবে না বলে হুমকি দিয়েছিলো ভারত এখন দেখি অটোমেটিক বাঁধ ভেঙে (মোদির গদি ভেঙ্গে) পানি যাচ্ছে’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত উক্ত দাবির কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে ভারতের বাঁধ ভেঙ্গে পাকিস্তানে পানি যাওয়ার কোনো দৃশ্যের নয়। বরং ২০১৯ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ৯১ বছরের পুরোনো একটি বাঁধ আংশিকভাবে ভেঙে পড়ার দৃশ্যকে সম্প্রতি আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদমাধ্যম ‘CBS 17’ এর ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ১৬ মে ‘VIDEO: Texas’ Lake Dunlap Dam collapse caught on camera’ শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে। 

Video Comparison by Rumor Scanner 

এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘CNN’ এর ওয়েবসাইটে ‘Watch 91-year-old dam partially collapse’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot from CNN website by Rumor Scanner 

উক্ত প্রতিবেদনটিতে বলা হয়েছে, “টেক্সাসে ৯১ বছরের পুরনো একটি বাঁধের কিছু অংশ ভেঙে পড়েছে যা গোপন ক্যামেরায় ধরা পড়েছে। এর ফলে কাছের একটি হ্রদ সাত ফুট নিচে নেমে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।” (অনূদিত) 

অর্থাৎ, সাম্প্রতিক দাবিতে প্রচারিত ভিডিওটি পাক-ভারত সংঘাতের অনেক আগে থেকেই ইন্টারনেটে রয়েছে। 

উল্লেখ্য, ভারতের অধিকার রয়েছে এমন নদী থেকে পাকিস্তান পানি পাবে না বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাশ্মীরে হামলার একমাস পর ২২ মে তিনি এমন মন্তব্য করলেন। উক্ত হামলাকে কেন্দ্র করে নয়াদিল্লি প্রতিবেশী দেশের জন্য সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করে। 

সুতরাং, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে একটি বাঁধ আংশিকভাবে ভেঙে পড়ার দৃশ্যকে সাম্প্রতিক সময়ে ভারতের বাঁধ ভেঙ্গে পাকিস্তানে পানি যাওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img