বৃহস্পতিবার, মে 22, 2025

ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষের পুরোনো ভিডিওকে শিয়া-সুন্নি সংঘর্ষের সাম্প্রতিক দৃশ্য দাবিতে প্রচার 

সম্প্রতি ‘বাংলাদেশে একটি মাজার ঘিরে শিয়া-সুন্নি সংঘর্ষের চিত্র’ দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবির এক্স পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে মাজার ঘিরে শিয়া ও সুন্নি ধর্মাবলম্বীদের মধ্যকার সংঘর্ষের নয়। বরং, চলতি বছরের মার্চে ভোলার মনপুরায় ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের সময়ে ধারণকৃত দৃশ্যকে সম্প্রতি আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ‘Amirul Islam Afnan’ নামের ফেসবুক অ্যাকাউন্টে গত ২৩ মার্চে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিও’র সঙ্গে আলোচিত দাবিতে থাকা ভিডিওটির মিল দেখতে পাওয়া যায়। 

Video Comparison by Rumor Scanner 

পরবর্তীতে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে ‘The Business Standard’ এর ওয়েবসাইটে একই তারিখে অর্থাৎ গত ২৩ মার্চে ‘8 injured in three-way clash between BNP, Jamaat, Islami Andolan over VGF rice distribution in Bhola’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ভোলার মনপুরায় ভিজিএফ এর চাল বিতরণকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন, বিএনপি এবং জামায়াতে ইসলামীর মধ্যে ত্রিপক্ষীয় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। 

এছাড়া, ২৩ মার্চে ভোলার মনপুরায় উক্ত সংঘর্ষের বিষয়ে দেশীয় মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম ‘Channel i’ ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছে। দেখুন এখানে।  

সুতরাং, ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে ত্রিপক্ষীয় সংঘর্ষের সময়ে ধারণকৃত ভিডিওকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে মাজার ঘিরে শিয়া ও সুন্নি ধর্মাবলম্বীদের মধ্যকার সংঘর্ষের দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img