মমতাজ বেগমের বাড়ি ভাঙার দৃশ্য দাবিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের পুরোনো ভিডিও প্রচার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় গত ১২ মে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়। ৪ দিনের রিমান্ড শেষে, গত ১৭ মে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই ঘটনার প্রেক্ষাপটে, বুলডোজার দিয়ে মমতাজ বেগমের বাড়ি ভেঙে ফেলা হচ্ছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে একটি এস্কেভেটরের মাধ্যমে একটি ডুপ্লেক্স বাড়ি ভাঙার দৃশ্য দেখা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

একই দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে

ইউটিউবে প্রচারিত দাবি দেখুন: এখানে, এখানে

ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি মমতাজ বেগমের বাড়ি ভাঙার নয়। বরং, এটি গত মার্চে গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় একটি ডুপ্লেক্স বাড়ি ভাঙার দৃশ্য।

এই বিষয়ে অনুসন্ধানে, ‘Muhammad Ali FD’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ৩০ মার্চ প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে: “রাজকীয় বাড়ি ভাঙচুর কালিয়াকৈর রেঞ্জ ঢাকা বন বিভাগ।”

Comparison: Rumor Scanner. 

পরবর্তীতে, মূল ধারার গণমাধ্যম এনটিভির ফেসবুক পেজে ৩০ মার্চ একই বাড়ি উচ্ছেদের একটি লাইভ ভিডিও পাওয়া যায়। একইদিন মাছরাঙা টিভির ইউটিউব চ্যানেলে ‘বনের জমিতে তৈরি ডুপ্লেক্সসহ দেড়শতাধিক বাড়ি উচ্ছেদ, বনকর্মীদের ওপর হা/ম/লা’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদনেও একই দৃশ্য দেখা যায়।

এ বিষয়ে আজকের পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়, ৩০ মার্চ গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের জমি উদ্ধারে দিনব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিনাবহ ও বাগাম্বর এলাকায় শতাধিক কাঁচা ও পাকা স্থাপনা ভেঙে ফেলা হয়।

এছাড়া, সম্প্রতি মমতাজ বেগমের বাড়ি ভাঙচুর সংক্রান্ত কোনো তথ্য বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।

সুতরাং, ভিন্ন একটি বাড়ি ভাঙচুরের ভিডিওকে মমতাজ বেগমের বাড়ি ভাঙার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img