কথিত অসুস্থ ব্যক্তি আ. রহমানের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দাবিতে প্রতারণা

সম্প্রতি, “ভিক্ষুকের মত নির্লজ্জ ভাবে পায়ে ধরে শুধুই শেয়ার টা ভিক্ষা চাচ্ছি। সাহায্য করতে না পারলেও অন্তত একটি শেয়ার করুন আপনার শেয়ারের মাধ্যমে হয়তো কোনো বিত্তবান, দানশীল ও দ্বীনদার ব্যক্তির নজরে আসবেই ইনশাআল্লাহ” শীর্ষক শিরোনামে একটি ছবি সংযুক্ত করে আব্দুর রহমান নামের এক ব্যক্তির জন্য মানবিক সাহায্যের আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

রহমান

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। এবং আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্ট
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আব্দুর রহমান নামে প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ে রোগাক্রান্ত বাংলাদেশের কোনো ব্যক্তির নয় বরং ছবিটি বিগত পাঁচ বছর ধরে ইন্টারনেটে প্রচার হয়ে আসছে।

মূলত, ইন্টারনেট থেকে এই রোগাক্রান্ত ব্যক্তির ছবি সংগ্রহ করে এর সাথে দেশীয় নাম, ঠিকানা ও ভিন্ন নাম ব্যবহার করে সম্প্রতি ভিন্ন ভিন্ন বিকাশ, নগদ ও রকেট নাম্বার ব্যবহার করে সামাজিক মাধ্যমে আর্থিক সাহায্যের আবেদন প্রচার করা হচ্ছে। অন্যদিকে, আব্দুর রহমান নামে আর্থিক সাহায্যের জন্য আবেদনকৃত ফেসবুক পোস্টগুলোতে উল্লিখিত নাম্বারে (01873432926, 01778954133) একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়।

ছবিটির প্রকৃত ঘটনা এবং প্রেক্ষাপট সম্পর্কে নিশ্চিত তথ্য ইন্টারনেটে খুঁজে না পাওয়া গেলেও এই বিষয়টি নিশ্চিত যে এটি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রোগাক্রান্ত কোনো ব্যক্তির ছবি নয়।

তবে, বর্তমানে বাংলাদেশের কুমিল্লা কান্দিরপাড় এলাকায় আব্দুর রহমান নামে কোনো ব্যক্তি রোগাক্রান্ত কিনা কিংবা তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন কিনা তা আলাদা করে যাচাই করে দেখা সম্ভব হয়নি। বিষয়টি পূর্বেও মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

spot_img