আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে তারেক রহমানের মন্তব্য দাবিতে প্রথম আলোর নামে ভুয়া ফটোকার্ড প্রচার

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গত ৮ মে রাত থেকে ৯ মে দুপুর পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে  অবস্থান কর্মসূচি পালন করেন জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এরপর গতকাল দুপুর থেকে আজ সকাল পর্যন্ত শাহবাগ মোড়ে অবস্থান নেয় তারা।

এরই ধারাবাহিকতায় আজ বিকেল ৩ টা থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। এরই প্রেক্ষিতে, ‘নির্বাচন পেছানোর জন্য সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের গেইম খেলছে’ শীর্ষক মন্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া করেছেন দাবিতে জাতীয় দৈনিক প্রথম আলোর আদলে তৈরি একটি ফটোকার্ডের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।


ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘নির্বাচন পেছানোর জন্য সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের গেইম খেলছে’ শিরোনামে তারেক রহমানকে উদ্ধৃত করে দৈনিক প্রথম আলো কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে প্রথম আলোর একটি ফটোকার্ড নকল করে উক্ত ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে প্রথম আলোর লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ৯ মে, ২০২৫ এর কথা উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে প্রথম আলোর ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, গণমাধ্যমটির ওয়েবসাইটে ও ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে প্রথম আলোর সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যান্ডেলগুলো থকে প্রচারিত ফটোকার্ডের ডিজাইন পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও ফন্ট ডিজাইনের সাথে অমিল খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ, প্রথম আলো এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।

পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।

সুতরাং, ‘নির্বাচন পেছানোর জন্য সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের গেইম খেলছে’ শীর্ষক দাবিতে তারেক রহমানকে উদ্ধৃত করে প্রথম আলোর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img