সম্প্রতি ‘সুন্নী গণজমায়েতে লাখো কোটি মানুষের ঢল নেমেছে’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিও সুন্নী গণজমায়েতের নয় বরং, ফরচুন বরিশালের বিপিএল ২০২৫ এর শিরোপা উদযাপনের ভিডিও উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে গণজমায়েতের পাশাপাশি একটি মঞ্চে শামিয়ানার নিচে ট্রফি হাতে মানুষজনকে উল্লাস করতে দেখা যায়।
উক্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধানে Naimu নাম টিকটক অ্যাকাউন্টে গত ০৯ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওর ক্যাপশনে ‘বরিশালের মানুষ ক্রিকেটকে কতটা ভালোবাসে, সেটা এই ভিডিও দেখলেই বুঝা যায়!’ এবং #Bpl2025 ও #FortuneBarishal লিখা দেখা যায়।

উক্ত ভিডিওতে মঞ্চের সামনে থাকা ভীড় ও কতিপয় ব্যক্তির একই দৃশ্যাবলী আলোচিত ভিডিওতে রয়েছে।

এছাড়া, উক্ত ভিডিওতে মঞ্চের ওপর ট্রফি হাতে থাকা মানুষজন এবং মঞ্চের শামিয়ানার সাজসজ্জা ও লাল টিশার্ট পরনে থাকা মানুষের দৃশ্যের সাথে আলোচিত ভিডিওতে থাকা দৃশ্যাবলীর মিল রয়েছে।
পরবর্তীতে, একই বিষয়ে ইলেকট্রনিক গণমাধ্যম দেশ টিভির ইউটিউব চ্যানেলে গত ০৯ ফেব্রুয়ারি ‘বিপিএল ট্রফি নিয়ে বরিশালে তামিম-মুশফিকরা’ ক্যাপশনে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে থাকা দৃশ্যাবলীর সাথে আলোচিত ভিডিওটির দৃশ্যাবলীর মিল রয়েছে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, বিপিএলের সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন ট্রফি জেতার পর সেটি এবং গত আসরের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে গত ৯ ফেব্রুয়ারি দুপুরে চাটার্ড বিমানে করে বরিশালে উড়ে গেছেন দলের সব ক্রিকেটার ও স্টাফ। চ্যাম্পিয়ন ট্রফিসহ বরিশালের বেলস পার্কে করা হয় শিরোপা উদযাপন ও কনসার্টের আয়োজনও।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি বরিশালের বেলস পার্কে বিপিএল ২০২৫ আসরের বিজয়ী দল ফরচুন বরিশালের চ্যাম্পিয়ন ট্রফিসহ শিরোপা উদযাপনের।
সুতরাং, ফরচুন বরিশালের বিপিএল শিরোপা উদযাপনের ভিডিওকে সুন্নী গণজমায়েতের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Naimu – TikTok Video
- Desh TV News – YouTube Video
- দৈনিক ইত্তেফাক – শিরোপা নিয়ে এখন বরিশালে বিপিএল চ্যাম্পিয়নরা