শনিবার, মে 24, 2025

গাজায় ইসকনের কার্যক্রম দাবিতে মায়ানমারে ইসকনের খাদ্য বিতরণের ভিডিও প্রচার 

সম্প্রতি ‘গাজাবাসীর পাশে দাঁড়িয়েছে ইস্কন লাইফ ফর ফুড কার্যক্রম পরিচালনা করছে। ইস্কন জঙ্গি সংগঠন বলে দাবি করতেন এখন তারা গাজাবাসীর পাশে খাবার নিয়ে।’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷ উক্ত ভিডিওতে কিছু ধ্বংসপ্রাপ্ত স্থাপনা ও সারিবদ্ধ মানুষের মাঝে খাদ্য বিতরণের চিত্র রয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ফিলিস্তিনের গাজায় ইসকনের লাইফ ফর ফুড কার্যক্রম পরিচালনার নয় বরং, মায়ানমারে ভূমিকম্পে ইসকনের খাবার বিতরণের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ইসকন মায়ানমারের অফিসিয়াল ফেসবুক পেজে গত ০৬ এপ্রিল প্রকাশিত কয়েকটি ভিন্ন অ্যাঙ্গেল থেকে ধারণ করা একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে থাকা কতিপয় মানুষজন, ধ্বংসপ্রাপ্ত স্থাপনা ও পারিপার্শ্বিকতার সাথে আলোচিত ভিডিওটির দৃশ্যের সাদৃশ্য রয়েছে। 

উক্ত ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, ভিডিওটি মায়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মাঝে গত ৬ এপ্রিল ‘ইসকন মায়ানমার ফুড ফর লাইফ ফাউন্ডেশন (মান্দালয়)’ কর্তৃক খাদ্য সহায়তা প্রদান করার সময়য়ের। 

Comparison: Rumor Scanner 

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওটিতে উপস্থিত নীল টি-শার্ট পরিহিত খাদ্য বিতরণরত ব্যক্তি ও পাশে তাকে সাহায্যকারী গেরুয়া পোশাক পরিহিত ব্যক্তি, সাদা টি-শার্ট পরিহিত ব্যক্তি ও বড় টুপি পরিহিত ব্যক্তির চিত্রের সাথে আলোচিত ভিডিওটির চিত্রের মিল রয়েছে। তাছাড়া, উভয় ভিডিওতে এসব ব্যক্তির পেছনে একটি খাদ্য বহনকারী গাড়ি রয়েছে। 

Comparison: Rumor Scanner 

এছাড়া, উভয় ভিডিওতে সারিবদ্ধ মানুষের পাশে একটি সবুজ ত্রিপলের ছাউনি ও ধ্বংসপ্রাপ্ত স্থাপনার চিত্র রয়েছে। 

পরবর্তীতে, ইসকনের অফিসিয়াল নিউজ এজেন্সি ISKCON NEWS এর ওয়েবসাইটে গত ০৮ এপ্রিল ‘ISKCON Myanmar Leaders Visit Earthquake-Effected Regions; Help Arrives from the UK’ শিরোনামে প্রকাশিত একটি বিবৃতি থেকে জানা যায়, ইসকনের ‘ফুড ফর লাইফ’’ ফাউন্ডেশনের দলগুলি মান্দালয় এবং সাগাইং এর ক্ষতিগ্রস্ত এলাকায় প্রতিদিন খাবার বিতরণ করে চলেছে।

সুতরাং, ফিলিস্তিনের গাজায় ইসকনের লাইফ ফর ফুড কার্যক্রম পরিচালনা দাবিতে মায়ানমারের ভূমিকম্পে ইসকনের খাবার বিতরণের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img