শনিবার, মে 24, 2025

পাকিস্তানের সম্মেলনের ভিডিওকে বাংলাদেশে খেলাফত আন্দোলনের ভিডিও দাবিতে প্রচার 

সম্প্রতি ‘“এই মুহূর্তে দরকার খেলাফত সরকার”— সোশাল মিডিয়ার প্রকাশিত ভিডিওতে এমন স্পষ্ট আহ্বান দেখা গেছে।’ শীর্ষক ক্যাপশনে একটি সমাবেশের ভিডিও এবং বাংলাদেশ ইসলামী উগ্রপন্থার উত্থান বিষয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ও এ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের প্রতিক্রিয়ার ভিন্ন দুটি স্ক্রিনশট যুক্ত করে ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে এক্স-এ প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন  এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশে খেলাফত আন্দোলনের কোনো ঘটনার নয় বরং, পাকিস্তানের একটি সমাবেশের পুরোনো ভিডিও উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে পাকিস্তানের ইসলামী মৌলবাদী রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম (এফ) এর প্রেসিডেন্ট মাওলানা ফজল উর রেহমানের ফেসবুক পেজে ২০২৪ সালের ০৯ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যাবলীর সাদৃশ্য রয়েছে। 

Comparison: Rumor Scanner 

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওটি থেকে আলোচিত ভিডিওর অংশটি সংগ্রহ করা হয়েছে। মূল ভিডিওর ওই অংশটিতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায়  ‘এই মুহূর্তে দরকার খেলাফত সরকার’ শীর্ষক একটি অডিও যুক্ত করে এবং বাংলাদেশ ইসলামী উগ্রপন্থার উত্থান বিষয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ও এ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের প্রতিক্রিয়ার ভিন্ন দুটি স্ক্রিনশট যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। উর্দুতে লিখা ভিডিওর ক্যাপশন অনুবাদ করে জানা যায়, ‘পেশাওয়ার: আলহামদুলিল্লাহ, দৃষ্টির সীমা পর্যন্ত জমিয়তের আবাবিলদের রাজত্ব।’ উল্লেখ করা হয়েছে। 

উক্ত তথ্যের সূত্র ধরে পাকিস্তানের ইংরেজি পত্রিকা Dawn এর ওয়েবসাইটে ২০২৪ সালের ০৯ ডিসেম্বর ‘Fazl says he won’t accept govt’s interference in seminaries’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ছবির সাথে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। 

প্রতিবেদন সূত্রে জানা যায়, ২০২৪ সালের ০৮ ডিসেম্বর পাকিস্তানের পেশোয়ারে জেইউআই-এফ ইসরায়েল বিরোধী সম্মেলনের আয়োজন করে। নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নৃশংসতার নিন্দা জানাতে জেইউআই-এফ আয়োজিত এই জনসমাবেশের শিরোনাম ছিল “ইসরায়েল মুর্দাবাদ সম্মেলন”। 

সুতরাং, ২০২৪ সালের পাকিস্তানের পেশোয়ারে আয়োজিত ইসরায়েল বিরোধী সম্মেলনের ভিডিওকে বাংলাদেশে খেলাফত আন্দোলনের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img