সম্প্রতি, ভারতের নয়াদিল্লিতে বিয়ের অনুষ্ঠানে বরের নাচ দেখে কনের বাবা বিয়ে ভেঙে দিয়েছেন দাবিতে বাংলাদেশের একাধিক গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনগুলোতে বলা হয়, ‘চোলি কা পিছে কেয়া হ্যায়’ শীর্ষক ‘আপত্তিকর’ গানে নাচার কারণে কনের বাবা উক্ত বিয়েটি ভেঙে দেন।

গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
একই দাবিতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন কালের কণ্ঠ, ইনডিপেনডেন্ট টিভি, বাংলাদেশ প্রতিদিন, ইত্তেফাক, যুগান্তর, জনকণ্ঠ, মানবজমিন, দ্যা ডেইলি ক্যাম্পাস, দ্য বাংলাদেশ মোমেন্টস, বিডি২৪লাইভ।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বরের আপত্তিকর গানে নাচার কারণে ভারতের দিল্লিতে কনের বাবার বিয়ে ভেঙে দেওয়ার ঘটনাটি বাস্তব কোনো ঘটনা নয়। বরং, অ্যামাজনের ওটিটি প্ল্যাটফর্মের বিজ্ঞাপনের স্ক্রিপ্টকে বাস্তব ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, প্রতিবেদনটিতে সূত্র হিসেবে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির বিষয়ে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে এনডিটিভির ওয়েবসাইটে গত ৩ ফেব্রুয়ারি Viral Ad? Report Claims Groom’s Choli Ke Peeche Dance Ended His Wedding শীর্ষক শিরোনামে প্রকাশিত উক্ত সংবাদটি খুঁজে পাওয়া যায়।
উক্ত সংবাদটি পর্যালোচনা করে প্রতিবেদনটিতে উক্ত ঘটনার নিদির্ষ্ট দিন-তারিখ কিংবা স্থানের স্পষ্ট উল্লেখ পাওয়া যায়নি। তবে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, উক্ত সংবাদের তথ্যগুলো আরেক ভারতীয় গণমাধ্যম ‘নবভারত টাইমস’ থেকে সংগ্রহ করা হয়েছে।
পরবর্তীতে নবভারত টাইমসের ওয়েবসাইটে গত ৩১ জানুয়ারি প্রকাশিত প্রতিবেদনটিরও সন্ধান পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনটি পর্যালোচনার মাধ্যমে জানা যায়, প্রতিবেদনটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রচারিত একটি পোস্টের উপর ভিত্তি করে করা হয়েছে। যেখানে একটি পত্রিকার কাটিং দেখতে পাওয়া যায়। যাতে উক্ত ঘটনা সম্বলিত সংবাদটি রয়েছে।

তবে Xavier Uncle নামের ওই এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত পোস্টটিতে উক্ত সংবাদকে বিজ্ঞাপন উল্লেখ করে, ‘সম্ভবত এখন পর্যন্ত আমার দেখা সবচেয়ে মজার বিজ্ঞাপন প্লেসমেন্ট’ শীর্ষক মন্তব্য করতে দেখা যায়।
অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে জানা যায়, এটি আরেক ভারতীয় গণমাধ্যম ‘দ্য পাইওনিয়ার’ এর ১০ জানুয়ারিতে প্রকাশিত সংস্করণের ৩ নং পৃষ্ঠার ছবি।

দ্য পাইওনিয়ার-এর সেদিনের ই-পেপার পর্যালোচনার মাধ্যমে দেখা যায়, আলোচিত প্রতিবেদনটি অ্যামাজনের ওটিটি প্ল্যাটফর্ম এমএক্স প্লেয়ারের বিজ্ঞাপনের সাথে একত্রে বক্স আকারে প্রকাশিত হয়েছে। এছাড়াও আলোচিত প্রতিবেদনের শিরোনাম ও বডি টাইপের ফন্টের সাথে পত্রিকাটির অন্যান্য প্রতিবেদনের ফন্টের পার্থক্য লক্ষ্য করা যায়। এছাড়াও উক্ত প্রতিবেদনে কোনো বাইলাইন ক্রেডিট দেখতে পাওয়া যায়না। যা থেকে এটি স্পষ্ট যে উক্ত প্রতিবেদনটি আসলে অ্যামাজনের ওটিটি প্ল্যাটফর্মের-ই একটি বিজ্ঞাপন।
‘দ্য পাইওনিয়ার’ এর বিজ্ঞাপন ও বিক্রয় বিভাগের প্রধান বরুণ কুমার চৌধুরী ভারতীয় একটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানকে জানিয়েছেন, বরের নাচ দেখে কনের বাবার বিয়ে ভেঙে দেওয়ার সংবাদটি আসল নয়। অ্যামাজনের ওটিটি প্ল্যাটফর্ম এমএক্স প্লেয়ারের বিজ্ঞাপনের অংশ হিসেবে উক্ত ঘটনাটি প্রকাশ করা হয়েছে।
সুতরাং, বিয়ের অনুষ্ঠানে আপত্তিকর গানে বরের নাচের কারণে কনের বাবা বিয়ে ভেঙে দেওয়ার ওটিটি প্ল্যাটফর্মের বিজ্ঞাপনকে ভারতের বাস্তব ঘটনা দাবিতে বাংলাদেশের গণমাধ্যমে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- NDTV Website: Viral Ad? Report Claims Groom’s Choli Ke Peeche Dance Ended His Wedding
- Nav Bharat Times Website: Delhi: Groom dances to ‘Choli Ke Peeche’ song in the affair of friends, father-in-law breaks marriage in anger
- Xavier Uncle X (Twitter) Account Post
- The Pioneer E-Paper
- Boom Live Website: Delhi Wedding Cancelled Over ‘Choli Ke Peeche’ Dance? No, It’s An Ad!
- Rumor Scanner’s Analysis