সম্প্রতি, ‘প্রেমে রাজি না হওয়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্রীকে হত্যা। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সাভারে সড়কের পাশে পরিত্যক্ত জায়গায় জনসম্মুখে বখাটে হাতে প্রাণ হারাতে হলো নীলা রায় নামে এক স্কুল ছাত্রীকে। নিহতের বাবা নারায়ন রায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলেও এখন উধাও বখাটে মিজানুর রহমান।’ শীর্ষক একটি তথ্য এক্সে (সাবেক টুইটার) প্রচার করা হচ্ছে।

এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাভারে প্রেমে রাজি না হওয়ায় ছুরিকাঘাতে নীলা রায় নামের এক স্কুলছাত্রীকে হত্যার ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ২০২০ সালের ঘটনাকে কোনো সময় উল্লেখ না করেই প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত পোস্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, নিহত স্কুলছাত্রীর নাম নীলা রায় ও বাবার নাম নারায়ণ রায় এবং অভিযুক্তের নাম মিজানুর রহমান উল্লেখ রয়েছে। উক্ত সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে সাম্প্রতিক সময়ে এমন কোনো ঘটনার তথ্য পাওয়া যায়নি।
তবে জাতীয় দৈনিক কালের কণ্ঠের ওয়েবসাইটে ২০২০ সালের ২১ সেপ্টেম্বর “প্রেমের প্রস্তাবে না, সাভারে ভাইয়ের কাছ থেকে বোনকে ছিনিয়ে হত্যা”- শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২০ সালের ২০ সেপ্টেম্বর সাভারে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ার জেরে নিলা রায় (১৪) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে এক যুবকের বিরুদ্ধে। নিহত নিলা মানিকগঞ্জ জেলার বালিরটেক এলাকার নারায়ন রায়ের মেয়ে। সে তার পরিবার নিয়ে পৌর এলাকার কাজী মোকমা পাড়ার একটি বাড়িতে ভাড়ায় থেকে স্থানীয় অ্যাসেড স্কুলে দশম শ্রেণিতে পড়ালেখা করতো। অভিযুক্ত যুবকের নাম মিজানুর রহমান চৌধুরী (২৫)।
একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক এবং সমকালও।
অর্থাৎ, সাভারে প্রেমে রাজি না হওয়ায় নারায়ণ রায়ের মেয়ে নীলা রায়কে ছুরিকাঘাতে হত্যার ঘটনাটি ২০২০ সালের সেপ্টেম্বর মাসের।
সুতরাং, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে সাভারে প্রেমে রাজি না হওয়ায় স্কুলছাত্রী নীলা রায়কে ছুরিকাঘাতে হত্যার ঘটনাকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।