বৃহস্পতিবার, মে 22, 2025

জাতিসংঘ ড. ইউনূসকে পদত্যাগের নির্দেশ দিয়েছে দাবিতে প্রচারিত তথ্যটি ভুয়া

সম্প্রতি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পদত্যাগের নির্দেশ দিয়েছে জাতিসংঘ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “জাতিসংঘ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পদত্যাগের নির্দেশ দিয়েছে”  শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, আল জাজিরার ভুয়া সূত্র দেখিয়ে একটি ভুঁইফোড় পোর্টালে প্রকাশিত প্রতিবেদনের বরাতে  আলোচিত দাবিটি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

দাবিকৃত পোস্টগুলোর মন্তব্যের ঘর পর্যবেক্ষণ করে, একটি পোস্টের মন্তব্যের ঘরে এই দাবির সূত্র হিসেবে ‘স্বাধীন বাংলাদেশ’ নামের একটি ভুঁইফোড় পোর্টালে প্রকাশিত প্রতিবেদনের লিংক দেওয়া হয়।   

উক্ত ভুঁইফোড় পোর্টালের প্রতিবেদনে কাতার-ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে দাবি করা হয়, “জাতিসংঘ ড. ইউনূস ইস্যুতে সরকারকে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে। রাশিয়া, চীন, এবং ভারতের ভেটো প্রদান জাতিসংঘের সিদ্ধান্তকে নাড়া দিয়েছে।”

ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়, “জাতিসংঘ থেকে ৭ দিনের মধ্যে পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে নোটিস দেওয়া হয়েছে। পদত্যাগপত্র জমা না দিলে, সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ। এদিকে, ভারত, রাশিয়া, এবং চীন জাতিসংঘে আপিল করেছে ড. ইউনূসের বৈধতা নিয়ে। জাতিসংঘের শর্ত কার্যকর হলে, অন্তবর্তী সরকার বাতিল হয়ে সেনাবাহিনী ক্ষমতায় আসবে এবং শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতা বুঝিয়ে দিতে বাধ্য হবে।”


তবে, ইতোমধ্যেই আল জাজিরার একটি সূত্র উল্লেখ করে জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পদত্যাগের নির্দেশ দেওয়ার দাবিটি ভুয়া হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমার স্ক্যানার।

আরও পড়ুন

spot_img