তামিম ও আকরাম খানকে জড়িয়ে মিনহাজুল আবেদীনের নামে ভুয়া মন্তব্য ফেসবুকে 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন সংবাদমাধ্যম ডেইলি ক্রিকেটের আদলে তৈরি একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়, বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছেন, “তামিম কখনোই ভালো ওপেনার ছিলোনা তামিম খেলেছেন আকরামের চয়েসে তামিম আমার পছন্দের তালিকায় কখনোই ছিলোনা।” উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান বাংলাদেশি ওপেনার তামিম ইকবালের চাচা

তামিম ও আকরাম

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তামিম কখনোই ভালো ওপেনার ছিলেন না, তিনি আকরামের পছন্দে খেলেছেন শীর্ষক কোনো মন্তব্য মিনহাজুল আবেদীন করেননি, বরং ডেইলি ক্রিকেটের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে শুরুতে দাবিটির সূত্রপাতের খোঁজে একাধিক ফেসবুক মনিটরিং টুল ব্যবহার করে সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।

Sh Ah নামের একটি ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচারিত পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, “দোষ কেউই নিজের ঘাড়ে রাখতে চায় না।” কিন্তু, উক্ত পোস্টে এ সংক্রান্ত দাবির বিষয়ে কোনো সূত্র উল্লেখ করা হয়নি। আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে ডেইলি ক্রিকেটের লোগো রয়েছে। এর সূত্র ধরে ডেইলি ক্রিকেটের ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড প্রকাশ করা হয়েছে কি না তা জানতে ফেসবুক পেজটির গত প্রায় এক মাসের প্রতিটি ফেসবুক ফটোকার্ড পোস্ট পর্যবেক্ষণ করে দেখেছে রিউমর স্ক্যানার টিম। কিন্তু আলোচিত দাবি সম্বলিত কোনো ফটোকার্ড প্রকাশের প্রমাণ মেলেনি।

তবে গত ০৯ জুলাই ডেইলি ক্রিকেটের ফেসবুক পেজে মিনহাজুল আবেদীনের একই ছবিযুক্ত “টি-টোয়েন্টিতে বাংলাদেশ পিছিয়ে থাকার কারন জানালেন মিনহাজুল আবেদীন নান্নু” ক্যাপশনে প্রকাশিত একটি ফটোকার্ড পাওয়া যায়। ফটোকার্ডটিতে বলা হয়, মিনহাজুল আবেদীন বলেছেন, “টি-টোয়েন্টি ফরম্যাটে এমনিতে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের ঘরোয়া ক্রিকেট যদি দেখেন, খেলোয়াড়রা অনেক কম সংখ্যক ম্যাচ খেলে। আবার বিপিএলের মতো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় বিদেশি খেলোয়াড়রাই খেলে।”

আলোচিত ফটোকার্ডটির লেখার ফন্ট ডিজাইনের সাথে ডেইলি ক্রিকেটের ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের পার্থক্য পরিলক্ষিত হয়। তবে উক্ত ফটোকার্ডে ব্যবহৃত ছবি, লোগো স্টিকারের অবস্থানের সাথে আলোচিত ফটোকার্ডের মিল রয়েছে।

Comparison : Rumor Scanner

পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে মিনহাজুল আবেদীন এরকম কোনো মন্তব্য করেছেন কি না তার অনুসন্ধান করলে এমন কোনো মন্তব্য মিনহাজুল আবেদীনের করার স্বপক্ষে কোনো বিশ্বস্ত সূত্রে তথ্য প্রমাণ পাওয়া যায়নি।

মূলত, সম্প্রতি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেইলি ক্রিকেটের আদলে তৈরি একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। ফটোকার্ডটিতে দাবি করা হয়, বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছেন, “তামিম কখনোই ভালো ওপেনার ছিলোনা তামিম খেলেছেন আকরামের চয়েসে তামিম আমার পছন্দের তালিকায় কখনোই ছিলোনা।” কিন্তু, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মিনহাজুল আবেদীন এমন কোনো মন্তব্য করেননি৷ ভিন্ন প্রসঙ্গে মিনহাজুল আবেদীনের অভিমত নিয়ে ডেইলি ক্রিকেটের প্রকাশ করা একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

সুতরাং, মিনহাজুল আবেদীন বলেছেন, “তামিম কখনোই ভালো ওপেনার ছিলোনা তামিম খেলেছেন আকরামের চয়েসে তামিম আমার পছন্দের তালিকায় কখনোই ছিলোনা।” শীর্ষক দাবিটি মিথ্যা এবং উক্ত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি বিকৃত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img