মামুনুল হকের বিরুদ্ধে অভিযোগকারী ছেলেটির ক্ষমা চাওয়ার তথ্যটি গুজব

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে “আমি মিথ্যা বলেছি! অতঃপর কেঁদে কেঁদে ক্ষমা চাইলো অভিযোগকারী সেই ছেলে।” শীর্ষক শিরোনামে দৈনিক যুগান্তরের একটি সংবাদের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। আর্কাইভ দেখুন এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক

ভাইরাল হওয়া স্ক্রিনশট ও উল্লেখিত শিরোনাম সম্বলিত কোন প্রতিবেদন যুগান্তরের অনলাইন সংস্করণে খুঁজে পাওয়া যায়নি।তবে স্ক্রিনশটটি ভালোভাবে লক্ষ্য করলেই দেখা যাচ্ছে সংবাদটি প্রকাশের সময় ০৫ এপ্রিল ২০১৮ এবং সংবাদটি প্রকাশ করেছেন বিশ্বনাথ (সিলেট প্রতিনিধি)।

০৫ এপ্রিল ২০১৮ সালে বিশ্বনাথ সিলেট প্রতিনিধির প্রকাশিত সেই সংবাদটি দৈনিক যুগান্তরের অনলাইন সংস্করণে এখনো রয়েছে যার শিরোনাম “যুবলীগ নেতার আস্তানায় দেহ ব্যবসা, পতিতা আটক”, দেখুন এখানে।

অর্থাৎ, দৈনিক যুগান্তরে প্রকাশিত পুরনো সংবাদের স্ক্রিনশট এডিট করে গুজব প্রচারিত হচ্ছে।

উল্লেখ্য, ভুয়া স্ক্রিনশটে উল্লেখিত ছেলেটির ছবি গতকাল একটি ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়, ভিডিওটি দেখুন নিচে।

সুতরাং,”আমি মিথ্যা বলেছি! অতঃপর কেঁদে কেঁদে ক্ষমা চাইলো অভিযোগকারী সেই ছেলে।” শীর্ষক শিরোনামে প্রচারিত সংবাদটি সম্পূর্ণ বানোয়াট এবং গুজব।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: অতঃপর কেঁদে কেঁদে মিথ্যা বলার জন্য ক্ষমা চাইলো মামুনুল হকের বিরুদ্ধে অভিযোগকারী সেই ছেলে!
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

আরও পড়ুন

spot_img