ভিডিওটি গত বছরে ভারতে ঘটা গ্যাস লিকেজ দুর্ঘটনার, করোনা ভয়াবহতার নয়

সম্প্রতি, “করোনা মহামারীতে ভারতের রাস্তায় রাস্তায় মানুষের আর্তনাদ” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু পোস্টের আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রাস্তায় মানুষের আর্তনাদের যে ভিডিওটিকে ভারতের বর্তমান করোনা পরিস্থিতি হিসেবে উল্লেখ করা হচ্ছে, সেটি প্রকৃতপক্ষে ২০২০ সালে ভারতে ঘটিত গ্যাস লিক দুর্ঘটনার একটি ভিডিও। The Times of India প্রকাশিত ভিডিও দেখুন নিচেঃ

২০২০ সালের ৭ই মে ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের বিশাখাপত্তনম শহরের উপকণ্ঠে ভেঙ্কটাপুরাম গ্রামে রাসায়নিক কারখানায় বিষাক্ত স্টাইরিন গ্যাস লিক হওয়ায় কয়েক হাজার মানুষ অসুস্থ হয়ে পড়েন এবং ১৩ জনের মৃত্যু ঘটে। বিবিসি নিউজ বাংলা এর “ভারতে বিষাক্ত স্টাইরিন গ্যাস লিক করে শত শত লোক অসুস্থ, নিহতের সংখ্যা বেড়ে ১৩” শিরোনামের প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।

০৭ মে, ২০২০ সালে Vizag City Of Destiny ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটি দেখুন এখানে। Halaat-E-Bengal Online ফেসবুক পেজের প্রকাশিত ভিডিও দেখুন এখানে।

মূলত, গ্যাস লিক দুর্ঘটনার পুরোনো ভিডিওটিকে করোনা পরিস্থিতির ভিডিও হিসেবে পুনরায় প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, ভারতে করোনার প্রকোপে গত পরশু অক্সিজেনের অভাবে দিল্লির এক হাসপাতালেই ২৫ জন মারা গেছেন।

অর্থাৎ, “করোনা মহামারীতে ভারতের রাস্তায় রাস্তায় মানুষের আর্তনাদ” শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওটি পুরোনো ও করোনা সংক্রান্ত নয়।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: করোনা মহামারীতে ভারতের রাস্তায় রাস্তায় মানুষের আর্তনাদ
  • Claimed By: Facebook Post
  • Fact Check: Misleading

[/su_box]

Fact Check Requested by Tanvir Hasan

আরও পড়ুন

spot_img