ট্রাম্পের অফিস ভাংচুর নিয়ে প্যারোডি ভিডিও গুজব আকারে ভাইরাল

“নির্বাচনে হেরে গিয়ে হোয়াইট হাউজে নিজের অফিস ভাংলেন প্রেসিডেন্ট ট্রাম্প” এই শিরোনামে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পেজ ও গ্রুপ হতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এমন একটি ভাইরাল পোস্টের আর্কাইভ দেখুন এখানে৷

আর্কাইভ ভার্সন দেখুন এখানে এবং এখানে৷

ফ্যাক্ট চেক

রিউমার স্ক্যানার টিম অনুসন্ধান করে দেখতে পায়, ভাইরাল হওয়ায় ভিডিওটি “কমেডি সেন্ট্রাল ইউকে” নামক ইউটিউব চ্যানেলের তৈরি একটি ব্যাঙ্গাত্মক কমেডি ভিডিও “দ্যা প্রেসিডেন্ট শো” এর একটি ক্লিপ ছিলো। যা ২০১৭ সালের ২১ জুলাই প্রকাশ হয়েছিলো। কমেডি ভিডিওটিতে প্রেসিডেন্ট ট্রাম্পের চরিত্রে অভিনয় করেছেন কৌতুক অভিনেতা এ্যান্তনি আতামানিক।

[su_youtube url=”https://youtube.com/watch?v=AkTmtPW-rro” title=”ভাইরাল হওয়া ক্লিপের আসল উৎস “]

অর্থাৎ, ভাইরাল হওয়া নিম্নমানের ক্লিপটিতে প্রেসিডেন্ট ট্রাম্পের মত দেখা গেলেও আসলে সেটি ট্রাম্প নন।

সুতরাং, “নির্বাচনে হেরে গিয়ে অফিস ভাংলেন প্রেসিডেন্ট ট্রাম্প” শিরোনামে ভাইরাল হওয়া ভিডিওটি সম্পূর্ণ গুজব ও বানোয়াট।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: নির্বাচনে হেরে গিয়ে অফিস ভাংলেন প্রেসিডেন্ট ট্রাম্প
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

আরও পড়ুন

spot_img