শুক্রবার, মার্চ 29, 2024
spot_img

বরিশালের ইউএনও’র দুর্নীতি ফাঁস দাবিতে প্রচারিত ভিডিওটি এডিটেড

সম্প্রতি “বরিশালের ইউএনও মোঃ মনিবুর রহমানের দূর্ণীতির চিত্র। তালাশ টিমে তার দুর্নীতির তথ্য ফাঁস করেছিল অনেক আগে” শিরোনামে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের একটি ভিডিও প্রতিবেদন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানেএখানে, এখানেএখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানের দেখা যায়, তালাশের উক্ত প্রতিবেদনটি ইউএনও মোঃ মুনিবুর রহমানের দুর্নীতি-অনিয়মের নয় বরং ভিডিওটি উপজেলা পর্যায়ের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষকে নিয়ে।

মূলত, ২০২০ সালের ২৮ ই আগস্ট পটুয়াখালীর উপজেলা পর্যায়ের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষের অনিয়ম ও স্বাক্ষর জালিয়াতি নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘তালাশ’ ১৯০তম পর্ব প্রচারিত হয়েছিলো।

সেই প্রতিবেদন থেকে জানা যায় আশ্রয়ণ প্রকল্পের ১ কোটি ১২ লাখ ৭৫ হাজার টাকার বিলে তৎকালীন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা মুনিবুর রহমানেরও স্বাক্ষর জাল করে দুর্নীতি করা হয় এবং ইউএনও এর স্বাক্ষর জালিয়াতি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনও জারি করা হয়। এই বিষয়ে ইউএনও মুনিবুর রহমানের সাক্ষাতকারও নেয় তালাশ টিম।

অর্থাৎ, তালাশ এর ২১ মিনিটের সেই প্রতিবেদনটিকে বিকৃত বা এডিট করে বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের দুর্নীতির চিত্র দাবিতে প্রচার করা হচ্ছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে গতকাল ইন্ডিপেনডেন্ট টেলিভিশনে এবং তালাশ এর ফেসবুক পেজ থেকে জানানো হয়, উক্ত পর্বে ইউএনও’র কোন দুর্নীতি ও অনিয়মের বিষয় উল্লেখ নেই।

উল্লেখ্য, গত ১৮ ই আগস্ট রাতে বরিশালের সিঅ্যান্ডবি রোডে উপজেলা পরিষদ এলাকায় রাজনৈতিক ব্যানার অপসারণের ঘটনাকে কেন্দ্র করে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সাথে স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীদের সংঘর্ষ ঘটে। সরকারি বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনার দায়ে ইউএনও এবং সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় কোতোয়ালি মডেল থানার উপপরির্দশক বাদী হয়ে সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে প্রধান আসামি করে প্রায় ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করে।

প্রতিবেদনটি পড়ুন এখানে

সুতরাং, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অনিয়ম-দুর্নীতি নিয়ে প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদনের পুরোনো ভিডিওকে বিকৃত করে বর্তমানে বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের দুর্নীতি দাবিতে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: বরিশালের ইউএনও মোঃ মনিবুর রহমানের দূর্ণীতির চিত্র
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img