শুক্রবার, অক্টোবর 24, 2025

ঢাকার রাজপথে আ.লীগ-ছাত্রলীগের মিছিল দাবিতে পুরোনো ভিডিও প্রচার 

সম্প্রতি, গভীর রাতে ঢাকার রাজপথে আওয়ামী লীগ ছাত্রলীগের বিশাল বিক্ষোভ মিছিল দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

উল্লিখিত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত বিক্ষোভ কর্মসূচির ভিডিও সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৪ সালের ১৪ জুলাই দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগ নেতা-কর্মীদের বিক্ষোভের ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিও পর্যবেক্ষণ করে এতে বেশকিছু স্লোগান (আমার মাটি আমার মা, পাকিস্তান হবেনা, অ্যাকশন টু অ্যাকশন…..) শোনা যায়। উল্লিখিত স্লোগানগুলোর সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা সাকিব হাসান সুইম এর ফেসবুক পেজে ২০২৪ সালের ১৫ জুলাই “আমার মাটি আমার মা পাকিস্তান হবে না ‘ হৈ!  হৈ!  রৈ!  রৈ! রাজাকার গেলি কই ? ‘ বাংলাদেশ ছাত্রলীগ ‘” ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। 

Comparison: Rumor Scanner

একই তারিখে Yeasin Arafat Rubel নামক একটি ফেসবুক প্রোফাইলেও ‘আমার মাটি আমার মা-পাকিস্তান হবে না।’ ক্যাপশনে এই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

এছাড়া, DU News নামের একটি ফেসবুক পেজে একই তারিখে একই বিক্ষোভের ঘটনায় ভিন্ন ফ্রেম থেকে ধারণকৃত আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টের ক্যাপশন থেকে ভিডিওটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ধারণকৃত বলে জানা যায়।

২০২৪ সালে ১৫ জুলাই দৈনিক সমকাল এর ইউটিউব চ্যানেলে ‘মধ্যরাতে রাজু ভাস্কর্যে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ’ শিরোনামে প্রকাশিত ভিডিওতে ব্যবহৃত ফুটেজেও ছাত্রলীগ নেতা-কর্মীদের ‘আমার মাটি আমার মা-পাকিস্তান হবে না।’ শীর্ষক স্লোগান দিতে দেখা যায়।

সেসময় গণমাধ্যমগুলোতে (, ) প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, কোটা সংস্কার আন্দোলন নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন থেকে আসা বক্তব্যের প্রতিক্রিয়ায় ২০২৪ সালের ১৪ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে আন্দোলনকারীরা ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’সহ নানা স্লোগান দেন। এসবের প্রতিবাদে ১৪ জুলাই দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগ পাল্টা বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শাহবাগ, টিএসসি, নীলক্ষেত হয়ে ফের টিএসসির রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। ওই সময় তারা ‘হই হই, রই রই, জামাত শিবির গেলি কই’, ‘আমার মাটি আমার মা, পাকিস্তান হবে না’, ‘আছিস তো রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ ধরনের স্লোগান দেন। এরপর ছাত্রলীগ রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশ করে।

অর্থাৎ, উল্লিখিত তথ্যপ্রমাণ থেকে এটি নিশ্চিত যে প্রচারিত ভিডিওটি ২০২৪ সালের জুলাইয়ের।

সুতরাং, ঢাকার রাজপথে আ.লীগ-ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দাবিতে ২০২৪ সালের জুলাই মাসের ছাত্রলীগের বিক্ষোভ কর্মসূচির ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img