সম্প্রতি ‘আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বললেন জাপানের রাষ্ট্রদূত’ ক্যাপশনে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির বক্তব্যের একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ভিন্ন বিষয়ে সাইদা শিনিচির বক্তব্যের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে৷
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে ইলেকট্রনিক গণমাধ্যম সময় টিভির লোগো লক্ষ্য করা যায়।
উক্ত সূত্রে ধরে সময় টিভির ইউটিউব চ্যানেলে গত ০২ জুলাই ‘সংসদ নির্বাচনে ৪৮ লাখ ডলার দেবে জাপান’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির ০০:২২ থেকে ০১:০০ সেকেন্ড পর্যন্ত অংশটি আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে।
ভিডিও প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক ভোট করার লক্ষ্যে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউএনডিপি) সহায়তায় নির্বাচন কমিশনের (ইসি) বাস্তবায়নাধীন ‘ব্যালট প্রকল্পে’ অস্ট্রেলিয়ার পর আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। গত ০২ জুলাই আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, ‘বাংলাদেশ এখন গণতান্ত্রিক পথে যাত্রার এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। জাপান বাংলাদেশের নিজস্ব অধিকারকে সম্মান জানায় এবং একটি অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে দেশটির শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক রূপান্তরের প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন করে। আশা করি, ইউএনডিপির মাধ্যমে জাপানের এ সহায়তা উল্লেখযোগ্য অবদান রাখবে।’ সাইদা শিনিচি তার বক্তব্যে আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি।
পরবর্তীতে, আরেক গণমাধ্যম চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে গত ০৩ জুলাই ‘আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন হবে: ইউএনডিপি প্রতিনিধি’ শিরোনামে প্রকাশিত ভিডিও প্রতিবেদনে একই ভিডিওচিত্র ও তথ্য খুঁজে পাওয়া যায়।
এছাড়া, এ বিষয়ে বাংলাদেশ সংবাদ সংস্থার ওয়েবসাইটে গত ০২ জুলাই ‘সংসদ নির্বাচনে ব্যালট প্রকল্পে ৪.৮ মিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়া গেছে যে, সাইদা শিনিচি তার বক্তব্যে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) বাস্তবায়নাধীন ‘ব্যালট প্রকল্পে’ ও সার্বিক সহায়তা প্রদানের বিষয়ে কথা বলেছেন। তার বক্তব্যে আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে কোনো মন্তব্য ছিল না।
সুতরাং, আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে জাপানের রাষ্ট্রদূতের মন্তব্য দাবিতে নির্বাচনে জাপানের সহায়তা বিষয়ে তার বক্তব্যের একটি ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- SOMOY TV – সংসদ নির্বাচনে ৪৮ লাখ ডলার দেবে জাপান
- Channel i News – আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন হবে: ইউএনডিপি প্রতিনিধি
- বিএসএস নিউজ – সংসদ নির্বাচনে ব্যালট প্রকল্পে ৪.৮ মিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান





